ঘরে ঢুকে ২ মাসের শিশুর মাথা ছিঁড়ে খেল কুকুর

কুকুরের আক্রমণে মৃত্যু হল ২ মাসের শিশুর। ঘটনাটি ঘটেছে দিল্লির নবি করিম এলাকায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ নিজের ঘরে ঘুমোচ্ছিল ২ মাসের ছোট্ট সগুন। তখনই দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে পড়ে একটি রাস্তার কুকুর।

Updated By: Jun 27, 2014, 10:39 PM IST

কুকুরের আক্রমণে মৃত্যু হল ২ মাসের শিশুর। ঘটনাটি ঘটেছে দিল্লির নবি করিম এলাকায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ নিজের ঘরে ঘুমোচ্ছিল ২ মাসের ছোট্ট সগুন। তখনই দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে পড়ে একটি রাস্তার কুকুর।

প্রথমেই সগুনের মাথায় আক্রমণ করে কুকুরটি। শিশুটির বাবা, মা সেই সময় ঘরে ছিলেন না। একজন প্রতিবেশীর চোখে পড়ায় চিত্‍কার করেন তিনি। যতক্ষণে ঘরে আসেন তাঁরা তার মধ্যেই মারা যায় সগুন। রাগের মাথায় কুকুরটিকে মেরে ফেলেছেন প্রতিবেশীরা।

উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতায় থাকা নবি করিম এলাকায় রাস্তায় প্রায় দেড় লক্ষ কুকুর রয়েছে। গত ২ বছরে জলাতঙ্কে মারা গিয়েছেন ২৫ জন। ২০১২ সালের জুলাই মাস থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ৯,৪৪৮ কুকুরকে স্টেরিলাইজ করতে পেরেছে কর্পোরেশন। স্টেরিলাইজেশন প্রক্রিয়া শুরু হয়েও সরকারের গাফিলতিতে আতঙ্কের প্রহর কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা।

.