Haryana Student Death: ভরা বাজারে একাদশ শ্রেণির পড়ুয়াকে ১৪ বার ছুরির কোপ, বোনের সামনেই লুটিয়ে পড়ল কিশোর

Haryana Student Death: বাজারের মধ্যে ওই রকম হামলায় হতবাক হয়ে পড়ে অঞ্জলী। চিত্কার করে লোকজন ডাকলে তারাই অনসুলকে হাসপাতালে নিয়ে যান

Updated By: Dec 26, 2024, 10:55 AM IST
Haryana Student Death: ভরা বাজারে একাদশ শ্রেণির পড়ুয়াকে ১৪ বার ছুরির কোপ, বোনের সামনেই লুটিয়ে পড়ল কিশোর
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বোন অঞ্জলীর সঙ্গে বাজারে গিয়েছিল একাদশ শ্রেণির ছাত্র অনসুল। ভরা বাজারে গমগম করছে মানুষজন।  আচমকা তাদের ঘিরে ধরে হিমাংশু মাথুর ও রোহিত ধামা। তাদের সঙ্গে ছিল তাদের অনেক সাঙ্গপাঙ্গ। সবার সামনেই লাঠি ও ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে অনসুলের উপরে। কমপক্ষে ১৪ বার ছুরির কোপ দেওয়া হয় অনসুলের উপরে।  মঙ্গলবার ভয়ংকর ওই ঘটনা ঘটে হরিয়ানার ফরিদাবাদে।

আরও পড়ুন-ভরা পৌষেও শীতের চরিত্র নষ্ট, সপ্তাহের শেষে বৃষ্টিতে ভিজবে ৭ জেলা

বাজারের মধ্যে ওই রকম হামলায় হতবাক হয়ে পড়ে অঞ্জলী। চিত্কার করে লোকজন ডাকলে তারাই অনসুলকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা। পুলিস জানিয়েছে অনসুলের শরীরে ছুরির ১৪টি কোপ দেওয়া হয়।

অনসুলের পরিবারের অভিযোগ, কিছুদিন আগেই ইনস্টাগ্রামে খুনের হুমকি দিয়েছিল হিমাংশুরা। সেকথা পুলিসের কাছে গিয়ে বললে তারা সেই কথা শুনে হাসাহাসি করে। অনসুলের বন্ধু আনমোল পুলিসকে জানিয়েছে অভিযুক্তরা এলাকায় গুন্ডাগিরি করে বেড়াত, ড্রাগও বিক্রি করত। এলাকার মেয়েদের সঙ্গেও খারাপ ব্যবহার করত। তারই প্রতিবাদ করেছিল অনসুল। এনিয়ে তার সঙ্গে অভিযুক্তদের ঝগড়াঝাঁটি হয়ে যায়। তার পরেই অভিযুক্তরা অনসুলকে খুনের হুমকি দেয়।

এদিকে, ওই ঘটনায় পুলিস এখনওপর্য়ন্ত ১০ জনকে গ্রেফতার করেছে। ঠিক কী কারণে এতবড় ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.