ডিন অব স্টুডেন্টসকে হেনস্থা, ঘরে আটকে রেখে গালাগালি-ধাক্কাধাক্কি জেএনইউতে
হোস্টেল ও মেসের ফি বৃদ্ধির প্রতিবাদে বেশ কয়েকদিন ধরে আন্দোলনে নেমেছে জেএনইউ-র ছাত্ররা
নিজস্ব প্রতিবেদন: ছাত্রদের হাতে হেনস্থার শিকার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টস উমেশ অশোক কদম। মঙ্গলবার ছাত্ররা তাঁর ঘরে ঢুকে তাঁকে আটকে রাখে, অকথ্য ভাষায় গালিগালাজ ও ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ।
হোস্টেল ও মেসের ফি বৃদ্ধির প্রতিবাদে বেশ কয়েকদিন ধরে আন্দোলনে নেমেছে জেএনইউ-র ছাত্ররা। মঙ্গলাবার আন্দোলকারী ছাত্রদের আলোচনার জন্য ডাকেন বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টস উমেশ অশোক কদম। আলোচনা চলাকালীন তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রমোদ কুমার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ডিনের সঙ্গে আলোচনা চালাকালীন ছাত্ররা ডিনকে তাঁর চেম্বারের মধ্যে আটকে রেখে হেনস্থা করে। ডিনের ঘরে ঢুকে ছাত্ররা দরজা বন্ধ করে দেয়। ডিন বাইরে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ধাক্কাধাক্কি করা হয়। অকথ্য গালিগালাজও করা হয়।’
আরও পড়ুন-টলিউডের কাজের নাম করে গাড়ি ভাড়া, ফাঁস হল আসল সত্য
অন্যদিকে, জেএনইউএসইউ-র প্রেসিডেন্ট সুধন্য পাল তাঁর এক ফেসবুক পোস্টে দাবি করেছেন, ‘জেএনইউ স্টুডেন্টস ইউনিয়নের সব প্রেসিডেন্ট ডিনের সঙ্গে দেখা করতে যান। তাঁদের দাবি ছিল হোস্টেলের ফি বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করতে হবে। তিন ঘণ্টা আলোচনার পরএও কোনও সমাধানসূত্র মেলেনি। এইসময় ডিন নিরাপত্তাকর্মীদের ডেকে ছাত্রদের বের করে দেওয়ার চেষ্টা করেন। তার পরেই গোলমাল শুরু হয়ে যায়।’