৩ বছরে এত লাখ টাকাই নাকি রোজভ্যালি থেকে নিয়েছেন সুদীপ!
রোজভ্যালি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম করে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত দু'দফায় ১০ লক্ষ টাকা আদায় করেছেন একাধিক ব্যক্তি।
ওয়েব ডেস্ক : রোজভ্যালি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম করে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত দু'দফায় ১০ লক্ষ টাকা আদায় করেছেন একাধিক ব্যক্তি।
CBI-এর দাবি, ২০১০ সালে মহম্মদ কালাম এক ব্যক্তি রোজভ্যালি অফিস থেকে সুদীপের নাম করে ৫ লক্ষ টাকা নেন। দু বছর পর একই ঘটনা। গৌতম সরকার নামে আরেক ব্যক্তি রোজভ্যালির অফিস থেকে সুদীপের নামে ৫ লক্ষ টাকা নেন।
২০১ ৩-য় ৫ লক্ষ টাকা দিয়ে ইতালি-ইউরোপ ট্যুর বুক করেন তৃণমূলের লোকসভার দলনেতা। CBI-এর দাবি, রোজভ্যালি ট্যুর ও ট্রাভেল আরও ১৮ লক্ষ টাকা দিয়ে সেই ট্যুর প্যাকেজ আপডেট করে দেয়।
আরও পড়ুন, CBI লক আপে সারা রাত জেগে, সকালে সুদীপ খেলেন এক কাপ লাল চা