মমতাকে সমর্থন করি, তাঁর দলকে নয়: আন্না হাজারে

মমতাকে কথা দিয়েও কথা রাখেননি আন্না হাজারে। দিল্লির রামলীলা ময়দানে আন্না-মমতার বহু চর্চিত সভাতে শেষ পর্যন্ত হাজিরা দেননি হাজারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অবশ্য সরাসরি এই নিয়ে মুখে কিছু না বললেও একলা চলার নীতির কথা ঘোষণা করে নিজের ক্ষোভ জানান দিয়েছেন। রামলীলার ফ্লপ শোয়ের দু`দিন বাদে নিজের অনুপস্থিতির সাফাই দিলেন সমাজকর্মী আন্না হাজারে। শুক্রবার আন্না সাফ জানালেন মমতা বন্দোপাধ্যায়কে সমর্থন করলেও তাঁর দলকে তিনি মোটেও সমর্থন করেন না।

Updated By: Mar 14, 2014, 01:13 PM IST

মমতাকে কথা দিয়েও কথা রাখেননি আন্না হাজারে। দিল্লির রামলীলা ময়দানে আন্না-মমতার বহু চর্চিত সভাতে শেষ পর্যন্ত হাজিরা দেননি হাজারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অবশ্য সরাসরি এই নিয়ে মুখে কিছু না বললেও একলা চলার নীতির কথা ঘোষণা করে নিজের ক্ষোভ জানান দিয়েছেন। রামলীলার ফ্লপ শোয়ের দু`দিন বাদে নিজের অনুপস্থিতির সাফাই দিলেন সমাজকর্মী আন্না হাজারে। শুক্রবার আন্না সাফ জানালেন মমতা বন্দোপাধ্যায়কে সমর্থন করলেও তাঁর দলকে তিনি মোটেও সমর্থন করেন না।

তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতাকে প্রশংসায় ভরিয়ে দিলেন আন্না। ভারতের সেরা মুখ্যমন্ত্রী মমতাই বলে দাবি করলেন তিনি। আন্না জানিয়েছেন ``মমতা আমার মাঝে কিছু উল্টো পাল্টা লোক ঢুকেছে। কীভাবে এক সঙ্গে কাজ করব? মমতার জন্য সম্মান আছে। তাঁকে সমর্থন করি। তাঁর দলকে নয়।- আন্না হাজারে``

তবে শূন্য রামলীলা ময়দানের দায় নিজের সঙ্গী সন্তোষ ভারতীর উপর চাপিয়ে দিলেন বর্ষীয়ান এই সমাজকর্মী।

সূত্রে খবর, আন্না রামলীলা ময়দানের সভার প্রচার আন্নার মনমত হয়নি। আন্না চেয়েছিলেন এই রাজনৈতিক সভায় মমতা সবাইকে জানান কীভাবে তিনি আন্নাকে এই সভার জন্য রাজি করিয়েছিলেন।

কিছুদিন আগে মমতাকে প্রধানমন্ত্রী পদের যোগ্যতম প্রার্থী বলে দাবি করেছিলেন আন্না হাজারে।

.