জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার, ২১ মার্চ, কেন্দ্রের বিজ্ঞপ্তি স্থগিত করেছে। এই বিজ্ঞপ্তিতে লোকসভা নির্বাচনের আগে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-এর অধীনে একটি ফ্যাক্ট-চেক ইউনিট গঠন করার কথা বলা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অস্থায়ী স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দ্বারা মঞ্জুর করা হয়েছে যতক্ষণ না বম্বে হাইকোর্ট একটি পিটিশনের ব্যাচের উপর চূড়ান্ত রায় প্রদান করে। এই পিটিশন তথ্য প্রযুক্তি (আইটি) সংশোধনী বিধিমালা, ২০২৩-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করেছে।


আরও পড়ুন: Bengaluru: খাবার দিতে এসে জল চায় ডেলিভারি বয়, ঘরে ঢুকতে দিতেই যুবতীর সঙ্গে ঘটাল ভয়ংকর কাণ্ড!


ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই অন্তর্বর্তী আদেশ দেয়।


কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY) একটি ফ্যাক্ট-চেক ইউনিট প্রতিষ্ঠা করে একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করার ঠিক একদিন পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আসে। এই ইউনিট ‘কেন্দ্রীয় সরকারের যে কোনও কাজ’ সম্পর্কিত অনলাইন বিষয়বস্তু জাল হিসাবে সনাক্ত এবং ফ্ল্যাগ করার সুযোগ পাবে।


আরও পড়ুন: Patanjali: বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় রামদেবকে তলব করতেই সুপ্রিম কোর্টে ক্ষমা প্রার্থনা পতঞ্জলির


সুপ্রিম কোর্ট বলেছে, ‘আমরা মনে করি যে হাইকোর্টের সামনে মুলতুবি থাকা চ্যালেঞ্জটি আর্টিকেল ১৯ দ্বারা সুরক্ষিত চারটি ভ্যালু সংক্রান্ত’।


এটি যোগ করেছে যে, ‘যেহেতু সমস্ত ইস্যু হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষা করছে, তাই আমরা যোগ্যতার বিষয়ে কোনও মতামত প্রকাশ করা থেকে বিরত আছি যার ফোরক্লোজিং প্রভাব থাকতে পারে’।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)