Supreme Court: 'নির্বাচিত সরকারের বিল আটকে রাখবেন না', রাজ্যপালকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

'এটা খুবই গুরুতর বিষয়। জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে বিল আইনসভার পাশ হয়েছে। সেই বিল আটকে রাখা অসংবিধানিক'। সাফ জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি  ডি ওয়াই চন্দ্রচূড়।

Updated By: Nov 10, 2023, 09:21 PM IST
Supreme Court: 'নির্বাচিত সরকারের বিল আটকে রাখবেন না', রাজ্যপালকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'আপনারা আগুন নিয়ে খেলছেন। জনগণের দ্বারা নির্বাচিত সরকারের বিল আটকে রাখবেন না'। তামিলাড়ু ও পঞ্জাবের রাজ্যপালকে এবার কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে দিলেন, 'এটা খুবই গুরুতর বিষয়। জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে বিল আইনসভার পাশ হয়েছে। সেই বিল আটকে রাখা অসংবিধানিক'।

আরও পড়ুন: Winter Session: ডিসেম্বরের ৪ থেকে ২২ সংসদে শীতকালীন অধিবেশন

রাজ্যের সংবিধানিক প্রধান রাজ্যপাল। বিধানসভায় যখন কোনও বিল হয়, তখন অনুমোদনের জন্য় সেই বিল পাঠিয়ে দেওয়া হয় রাজভবনে। এরপর রাজ্যপাল যদি স্বাক্ষর করেন, তাহলে বিল আইনে পরিণত হয়। কিন্তু সরকারি কাজে বাধা দেওয়া নয়, মোদী জমানায় বিরোধীশাসিত রাজ্যগুলিতে বিল আটকে রাখার অভিযোগও রাজ্যপালকে বিরুদ্ধে।

মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। এদিন সেই মামলার শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, 'কীভাবে আপনারা আইনসভা পাশ হয়ে যাওয়া বিল আটকে রাখেন! পঞ্জাবে যা হচ্ছে, তা দেখে আমরা মোটেই খুশি নই। আমরা কী সংসদীয় গণতন্ত্রকে বিসর্জন দিয়েছি? দেশে সংসদীয় গণতন্ত্রের যে রীতিনীতি আছে, সেটা অনুসরণ করুন'। 

এর আগে, সুপ্রিম কোর্টের যেদিন রাজ্যের বিল অনুমোদন সংক্রান্ত মামলা শুনানি হয়, সেদিন রাজ্যপালের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ ছিল,  'রাজ্যপালদের ভুলে গেলে চলবে না, তাঁরা নির্বাচিত প্রতিনিধি নন'। সঙ্গে প্রশ্ন, 'আদালতের কড়া নাড়লেই পদক্ষেপ, আগে নয় কেন'?

আরও পড়ুন:  Manish Tewari | Narayan Murthy: 'রবিবারও হোক কাজের দিন', নারায়ণ মূর্তির সুরে গলা মেলালেন কংগ্রেস নেতার

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.