'নির্দিষ্ট সম্প্রদায় টার্গেট হয়ে যাবে', মহরমের তাজিয়ায় নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ,  এই অতিমারি পরিস্থিতিতে তাজিয়া বের করার অনুমতি দিলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে৷

Reported By: জ্যোতির্ময় কর্মকার | Updated By: Aug 27, 2020, 05:17 PM IST
'নির্দিষ্ট সম্প্রদায় টার্গেট হয়ে যাবে',  মহরমের তাজিয়ায় নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  করোনা পরিস্থিতিতে দেশজুড়ে মহরমের তাজিয়ার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এই অতিমারি পরিস্থিতিতে তাজিয়া বের করার অনুমতি দিলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে৷ মহরমে তাজিয়া বের করার অনুমতি চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেন এক ব্যক্তি৷ বৃহস্পতিবার তারই শুনানি ছিল৷ শীর্ষ আদালতের বক্তব্য, এই পরিস্থিতিতে তাজিয়া বের করলে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপর সংক্রমণ ছড়ানোর দায় চাপানো হবে, তাঁদের টার্গেট করা হবে৷

দেশের প্রধান বিচারপতি এসএ বোবদের বেঞ্চ শিয়া নেতা সৈয়দ কালবে জাওয়াদকে বলে,  'আপনি চাইছেন, এই সম্প্রদায়ের জন্য গোটা দেশকে অস্পষ্ট দিশা দেখাতে৷ এরপরেই আবেদনকারীর আইনজীবী আদালতকে পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রার উদাহরণ দেন৷ প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, পুরীর বিষয়টি সম্পূর্ণ পৃথক৷ কারণ পুরীতে রথ একটি নির্দিষ্ট জায়গার মধ্যেই পরিক্রম করবে৷ নির্দিষ্ট জায়গায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া সম্ভব৷ স্বাস্থ্যবিধি রক্ষা করাও সম্ভব৷ কিন্তু গোটা দেশজুড়ে তাজিয়া বের করা হলে পরিস্থিতি নাগালের বাইরে চলে যাবে৷ সেক্ষেত্রে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বহুগুণ বেড়ে যাবে৷

প্রধান বিচারপতির বেঞ্চ আরও বলে, “ তাজিয়া বের করার ক্ষেত্রে রাজ্যভিত্তিক অনুমতি নেওয়া প্রয়োজন৷ কারণ রাজ্যই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে৷” এরপর আবেদনকারীর আইনজীবী বলেন, “সেক্ষেত্রে কেবল লখনউতে তাজিয়া বের করার অনুমতি দেওয়া  হোক৷ কারণ সেখানে শিয়া সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি৷”

আরও পড়ুন: বৃষ্টিভেজা সাপ্তাহিক লকডাউনে শুনশান শহর, বেপরোয়াদের ধরতে ময়দানে পুলিস  

আবেদনকারীকে প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, “তাহলে আপনি এলাহাবাদ আদালতে তাজিয়া বের করার অনুমতি চান৷ সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়৷” সুপ্রিম কোর্ট আরও বলে, 'আমরা একটি জেনারেল অর্ডার দিতে পারি না৷ বিশৃঙ্খলতার সৃষ্টি হবে, করোনা সংক্রমণের দায়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হবে৷

.