Arvind Kejriwal: ভোটের আগে কেন গ্রেফতার মুখ্যমন্ত্রী, সুপ্রিম তোপের মুখে ইডি

বিচারপতি দীপঙ্কর দত্তের সমন্বয়ে গঠিত বেঞ্চ অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুকে গ্রেফতারের সময় সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে বলেছিল এবং বলেছিল, ‘জীবন এবং স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এটি অস্বীকার করতে পারবেন না’।

Updated By: Apr 30, 2024, 06:40 PM IST
Arvind Kejriwal: ভোটের আগে কেন গ্রেফতার মুখ্যমন্ত্রী, সুপ্রিম তোপের মুখে ইডি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কেন লোকসভা নির্বাচন শুরুর আগে গ্রেফতার করা হল তা নিয়ে মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) প্রশ্ন ছুড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

কেজরিওয়াল দিল্লির আবগারি নীতি মামলায় তাঁর গ্রেফতারকে চ্যালেঞ্জ করেছিলেন।

কেন গ্রেফতারের সময় নিয়ে প্রশ্ন উঠেছে তার কারণ ব্যাখ্যা করে, বিচারপতি সঞ্জীব খান্না ইডিকে বলেছিলেন যে কেন্দ্রীয় সংস্থা এই মামলায় জুডিশিয়াল প্রক্রিয়া না করেই ফৌজদারি কার্যক্রম চালাতে পারে কিনা তা স্পষ্ট করতে।

বিচারপতি দীপঙ্কর দত্তের সমন্বয়ে গঠিত বেঞ্চ অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুকে গ্রেফতারের সময় সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে বলেছিল এবং বলেছিল, ‘জীবন এবং স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এটি অস্বীকার করতে পারবেন না’।

আরও পড়ুন: UP Shocker: কিশোরীকে ধর্ষণের পর গরম লোহা দিয়ে মুখে নাম খোদাই করল যুবক!

বিচারপতি খান্না বলেন, ‘এখনও পর্যন্ত কোনও অ্যাটাচমেন্ট ব্যবস্থা নেওয়া হয়নি, এবং যদি এটি করা হয়ে থাকে, তাহলে দেখান কিভাবে কেজরিওয়াল এই বিষয়ে জড়িত’। তিনি বলেন, ‘আমাকে বলুন, লোক সভা নির্বাচনের আগে গ্রেফতার কেন?’

সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে যে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার সঙ্গে সম্পর্কিত বিষয়টিতে, তদন্তকারীরা দাবি করেছে যে তারা তথ্য খুঁজে পেয়েছে, কিন্তু কেজরিওয়ালের ক্ষেত্রে কিছুই তুলে ধরা হয়নি।

সুপ্রীম কোর্ট ইডিকে ব্যাখ্যা করতে বলেছে যে কেন বিচার শুরু এবং গ্রেফতারের মধ্যে এত বড় ব্যবধান রয়েছে। এরপর শুক্রবার ইডিকে জবাব দিতে নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন: Ramdev: পতঞ্জলির বহু প্রোডাক্টই বাতিল করল সরকার! এবার কি জেলে যাবেন রামদেব?

কেজরিওয়াল, জেল থেকেই মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২১ মার্চ গ্রেফতারের পর তাকে দিল্লির তিহারে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।

সুপ্রিম কোর্ট ১৫ এপ্রিল ইডিকে নোটিশ জারি করেছিল এবং তার গ্রেফতারের বিরুদ্ধে কেজরিওয়ালের চ্যালেঞ্জের প্রতিক্রিয়া চেয়েছিল।

৯ এপ্রিল, দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের গ্রেফতারকে বহাল রেখে বলেছিল যে এতে কোনও বেআইনি বিষয় ছিল না এবং ইডির কাছে ‘সামান্য বিকল্প’ অবশিষ্ট ছিল যখন তিনি সমন এড়িয়ে যান এবং তদন্তে যোগ দিতে অস্বীকার করেন।

আম আদমি পার্টির (এএপি) নির্বাচনী প্রচার পরিচালনা করছেন দলের নেতা আতিশি এবং সৌরভ ভরদ্বাজ সহ দলের অন্যান্য সিনিয়র কর্মীরা। কেজরিওয়ালের স্ত্রী সুনিতাও তার স্বামীর সমর্থকদের কাছে পৌঁছাতে প্রচারে যোগ দিয়েছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.