'ভিক্ষু' রুশ পর্যটককে সাহায্য করে ফের মানবিকতার নজির সুষমার

Updated By: Oct 11, 2017, 07:10 PM IST
'ভিক্ষু' রুশ পর্যটককে সাহায্য করে ফের মানবিকতার নজির সুষমার

ওয়েব ডেস্ক : পিন নাম্বার লক হয়ে গেছে। এটিএম কার্ড দিয়ে টাকা উঠছে না। হাতের সব টাকা শেষ। কোনও উপায় না দেখে শেষপর্যন্ত মন্দিরের বাইরেই ভিক্ষাপাত্র হাতে বসে পড়েছেন রুশ পর্যটক। সেকথা কানে যেতেই হস্তক্ষেপ করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

ঘটনাটি তামিলনাড়ুর। রুশ পর্যটক এভানগেলিন তামিলনাড়ুর কুমারাকোট্টাম শ্রী সুব্রমণিয়ম স্বামী মন্দিরের বাইরে পিঠে ব্যাকপ্যাক নিয়ে টুপি হাতে বসে পড়েছিলেন ভিক্ষা করতে। একজন ভিনদেশিকে এভাবে ভিক্ষা করতে দেখে হতবাক হন মন্দিরে আগত দর্শনার্থীরা। সংবাদপত্রে প্রকাশিত হয় সেই খবর। খবরটি চোখে পড়া মাত্রই আর কালবিলম্ব করেননি সুষমা স্বরাজ। রাশিয়াকে 'বন্ধুরাষ্ট্র' বলে উল্লেখ করে সুষমা এভানগেলিনকে টুইট করে জানান, চেন্নাইয়ের অফিসাররা তাঁকে প্রয়োজনীয় সাহায্য করবেন।

বিদেশমন্ত্রী হিসেবে সুষমা স্বরাজের জনসংযোগ সুবিদিত। যখনই কেউ কোনও সাহায্য চেয়ে বিদেশমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন, তিনি তাঁর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সম্প্রতি এক পাক শিশুর চিকিত্সার জন্য তাঁর ভিসার আবেদন নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মানবিক হস্তক্ষেপেই তাঁর দ্রুত সমাধান হয়।

আরও পড়ুন, অবিলম্বে তৃণমূল-কংগ্রেস এক হয়ে যাক, উপদেশ বিদায়ী মুকুলের

.