অমৃতসর এক্সপ্রেসে বোমাতঙ্ক, তল্লাসিতে মিলেছে বিস্ফোরক

Updated By: Aug 10, 2017, 08:28 AM IST
অমৃতসর এক্সপ্রেসে বোমাতঙ্ক, তল্লাসিতে মিলেছে বিস্ফোরক

ওয়েব ডেস্ক: কলকাতা অমৃতসর অকালতখত এক্সপ্রেসে বোমাতঙ্ক। উত্তরপ্রদেশের আমেঠির কাছে ট্রেন থেকে যাত্রীদের  নামিয়ে তল্লাসি। সূত্রের খবর, তল্লাসিতে মিলেছে বিস্ফোরক। গতকাল গভীর রাতে আমেঠি স্টেশনে ফোন আসে, ট্রেনের B-3 কামরায় বোমা রাখা আছে। এরপর আমেঠির আগে হল্ট স্টেশনে ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। শুরু হয় তল্লাসি। আনা হয় স্নিফার ডগ। তখনই ট্রেন থেকে বিস্ফোরক মেলে বলে খবর।

 

.