Taj mahal-য়ে বোমাতঙ্ক, ফাঁকা করে দেওয়া হল গোটা চত্বর

পুলিস কুকুর দিয়ে চলছে তল্লাসি। তাজমহল এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। 

Updated By: Mar 4, 2021, 11:14 AM IST
Taj mahal-য়ে বোমাতঙ্ক, ফাঁকা করে দেওয়া হল গোটা চত্বর

নিজস্ব প্রতিবেদন:  তাজমহলে বোমাতঙ্ক নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বন্ধ করে দেওয়া হয়েছে মূল ফটক। ফাঁকা করে দেওয়া হয়েছে গোটা তাজমহল চত্বর। 

তাজমহলের অভ্যন্তরে নাকি রাখা রয়েছে বোমা। সে সম্পর্কে তথ্য পেয়েই সিআইএসএফ কর্মীরা তাড়াহুড়ো করে তাজমহলে উপস্থিত পর্যটকদের বের করে দিয়েছে। অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে বিস্ফোরণ রাখার কথা জানিয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে, ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বোম স্কোয়াড। পুলিস কুকুর দিয়ে চলছে তল্লাসি। তাজমহল এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। 

 পাশাপাশি জানা গিয়েছে, একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে সন্দেহ জাগে। এরপর সিকিউরিটি দের সেই ব্যগ সম্পর্কে জানান হয়। এরপরই সমস্ত পর্যটকদের বের করে দেওয়া হয়। সমগ্র তামহল খালি করে দেওয়া হয়। সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়। তবে পুলিসের কাছ থেকে  এখনও কিছু নিশ্চিত ভাবে জানা যায়নি। আদৌ সেটি ভুয়ো খবর নাকি ওই ব্যগে কী আছে তা জানা যায়নি। কিন্তু সেই সন্দেহজনক ব্যগকে ঘিরে রেখেছে বোম স্কোয়াড। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে। 

.