নিজস্ব প্রতিবেদন:তামিলনাড়ুতে আসন সমঝোতা করে ফেলল কংগ্রেস ও ডিএমকে। গত বিধানসভা নির্বাচনের থেকে এবার কংগ্রেসের আসন এক ধাক্কায় কমল অনেকটাই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসন্ন বিধানসভা নির্বাচনে(Tamil Nadu Assembly Election 2021) এবার শরিক কংগ্রেসকে মাত্র ২৫টি আসন দিল ডিএমকে(DMK)। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ৪১টি আসন দিয়েছিল ডিএমকে। ওইসব আসনের মধ্যে মাত্র ৮টি আসনে জয়লাভ করেছিল কংগ্রেস।


আরও পড়ুন-'বাংলায় যাঁরা থাকেন, তাঁরা সবাই বাঙালি,' ব্রিগেড মঞ্চে জোর সওয়াল মিঠুনের


তামিলনাড়ুতে কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা দীনেশ গুন্ডুরাও সংবাদমাধ্যমে বলেন, ' ডিএমকে ও কংগ্রেস তামিলনাড়ুতে(Tamil Nadu) আসন সমঝোতা শেষ করেছে। কংগ্রেস লড়াই করবে ২৫ আসনে। কন্যাকুমারী লোকসভা আসনের উপনির্বাচনেও প্রার্থী দেবে কংগ্রেস। এবার ডিএমকে-কংগ্রেস বড় জয় পাবে।'


আরও পড়ুন-'সিন্ডিকেট ও তোলাবাজি' ইস্যুতে মোদীর বিরুদ্ধে বিস্ফোরক মমতা


অন্যদিকে, ডিএমকে এবার লড়াই করবে ১৮০ আসনে।  অন্যদিকে, বিজেপি-এআইএডিএমকে জোট নিয়ে গুন্ডুরাও বলেন, ' বিজেপির সঙ্গে এবার জোট করছে এআইএডিএমকে(AIADMK)। বিজেপির উদ্দেশ্য হল এআইএডিএমকে শেষ করা। তবে এবার নির্বাচনে কংগ্রেস, ডিএমকে, বাম, ভিসিকে এবার নির্বাচনে বড় জয় পাবে।'