আম্মা জেলে, সেই শোকে কাঁদতে কাঁদতে শপথ নিলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক: চোখের জল যেন বাঁধ মানছে না। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে উঠে কান্নায় ভেঙে পড়লেন ও পনিরসেলভাম। কারণ তাঁর নেত্রী এখন জেলে। যদিও নেত্রী হাজতবাস করছেন বলেই, তিনি মুখ্যমন্ত্রী হতে পারলেন। তবে শুধু মুখ্যমন্ত্রী পনিরসেলভামের নয়, তামিলনাড়ুর সব মন্ত্রীদের চোখে জল।
বেঙ্গালুরুর সেন্ট্রালে জেলে জয়া এখন কয়েদি নম্বর ৭ হাজার ৪০২। নিজের রাজ্য তামিলনাড়ুতে যাতে তদন্তের কাজ প্রভাবিত না হয় তাই জয়ার মামলা বেঙ্গালুরুতে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে জয় যখন জেলে গিয়েছিলেন, তখনও এই পনিরসেলভামকেই মুখ্যমন্ত্রী করা হয়েছিল। আম্মার অতি ঘনিষ্ঠদের তালিকায় প্রথম দিকে থাকেন পনিরসেলভাম।
বেঙ্গালুরুর বিশেষ আদালতে কারাদণ্ড ঘোষণার সঙ্গে সঙ্গেই তামিলনাড়ু বিধানসভার সদস্যপদও খারিজ হয়ে যায় এআইএডিএমকে সুপ্রিমো জয়ললিতার। ফলে জয়ললিতার পক্ষে আর মুখ্যমন্ত্রী পদে থাকা সম্ভব ছিল না।
এদিকে, আজ কর্ণাটক হাইকোর্টে জামিনের আবেদন দাখিল করলেন জয়ললিতা। আম্মার সমর্থকরা এদিন বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান।