ভারতে জাল বিস্তার করতে আইএসআইয়ের নয়া ছক, টার্গেট 'মুহাজির'
ভারতে জাল বিস্তার করতে আইএসআইয়ের নয়া ছক। এবার ISI-র টার্গেট 'মুহাজির'। দেশভাগের সময়ে ভারত থেকে যাঁরা পাকিস্তানে গিয়ে বসবাস শুরু করেন তাঁদের বলে মুহাজির।
ওয়েব ডেস্ক: ভারতে জাল বিস্তার করতে আইএসআইয়ের নয়া ছক। এবার ISI-র টার্গেট 'মুহাজির'। দেশভাগের সময়ে ভারত থেকে যাঁরা পাকিস্তানে গিয়ে বসবাস শুরু করেন তাঁদের বলে মুহাজির।
গোয়েন্দারা মনে করছেন ভারতে জাল বিস্তার করতে এই মুহাজিরদেরই টার্গেট করছে ISI। পাকিস্তানে তাদের ব্ল্যাকমেল করা হচ্ছে।
ব্ল্যাকমেল করে ভারতে তাদের আত্মীয়দের ISI-র চরবৃত্তির কাজে লাগানো হচ্ছে। কলকাতায় ধৃত ইরশাদের দুই ভাই ইরফান ও ইকবাল থাকেন পাকিস্তানে। আখতার ও জাফরের দাদা ইজরায়েলের বাড়িও পাকিস্তানে। এদের ব্ল্যাকমেল করেই ভারতে ষড়যন্ত্রের জাল বুনছে ISI। দেশ জুড়ে এমন আরও অনেক মডিউল ছড়িয়ে রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের।