বর্ণবিদ্বেষী তাই, 'কালো টাকা' নয় এবার বলুন 'নোংরা টাকা'

কালো টাকা শব্দটা বর্ণবিদ্বেষী। রাজ্যসভায় এমনই অভিযোগের সুরে মিলল সিপিআইএম, তৃণমূল কংগ্রেস। আজ রাজ্যসভায় কালো টাকা বিল প্রসঙ্গে আলোচনার সময় সিপিআইএম সাংসদ বলেন, কালো টাকা শব্দটা বর্ণবিদ্বেষী, একে অন্য কোনও নামে ডাকা উচিত।

Updated By: May 13, 2015, 06:39 PM IST
বর্ণবিদ্বেষী তাই, 'কালো টাকা' নয় এবার বলুন 'নোংরা টাকা'

ওয়েব ডেস্ক: কালো টাকা শব্দটা বর্ণবিদ্বেষী। রাজ্যসভায় এমনই অভিযোগের সুরে মিলল সিপিআইএম, তৃণমূল কংগ্রেস। আজ রাজ্যসভায় কালো টাকা বিল প্রসঙ্গে আলোচনার সময় সিপিআইএম সাংসদ বলেন, কালো টাকা শব্দটা বর্ণবিদ্বেষী, একে অন্য কোনও নামে ডাকা উচিত।

তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন একই সুরে বলেন, কালো টাকা নয় আমাদের বলা উচিত নোংরা টাকা (ডার্টি মানি)। কালো টাকার ইতিহাস বলতে গিয়ে ডেরেক বলেন, ইউরোপের বেশ কয়েকটি দেশ কালো টাকা পরিভাষাটা ব্যবহার করত, যে টাকাটা তৈরির সময় তামার সঙ্গে মেশানো হত।

বুধবার চলতি বাজেট অধিবেশনের শেষ দিনে রাজ্যসভায় কালো টাকা বিল পেশ হল। বিতর্কিত এই বিলটি দু’দিন আগেই লোকসভায় পাশ হয়েছে। ডেপুটি চেয়ারম্যান পি জে ক্যুরিয়েন জানিয়েছেন, ২০১৪ সালের কোম্পানি অ্যামেন্ডমেন্ট বিল এবং বিদেশি ব্যাঙ্কে গোপনে গচ্ছিত কালো টাকা সংক্রান্ত বিলদুটিকে একত্র করে কালো টাকা বিল তৈরি হয়েছে।

দুই পথ এক মত- CPI(M) leader Sitaram Yechury underscored that the term black money was "racist" and it should be replaced with some other term।  

 Derek O’Brien (TMC) stressed that the term black money should be changed as “dirty money”. Tracing the history of coining the term ‘black money’ to Europe several centuries ago, he said, money that appeared in black as it was mixed with copper while minting was called as black money.

.