ওয়েব ডেস্ক : প্রথমে খরা। আর এখন বন্যা। ভয়াবহ করুণ পরিণতি 'মস্তানি'র রাজ্যের!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মঙ্গলবার থেকে শুরু হয়েছে নাগাড়ে তুমুল বৃষ্টি। থামার কোনও লক্ষ্মণই নেই! প্রায় ৩.২৫ লাখ হেক্টর জমি জলে ধুয়ে সাফ। সবে সবে সোয়াবীজ বোনা হয়েছিল। তাও সাফ। চরম ক্ষতিগ্রস্ত কৃষিকাজ। ভয়াবহ দুর্দশার শিকার মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের চাষীরা। কয়েকদিন আগেই খরার প্রকোপে পড়েছিল মধ্যপ্রদেশ। তখনও ব্যাপকভাবে শস্যহানি হয়। ফেটে চৌচির কৃষিজমিতে বহু ফসল নষ্ট হয়। এখন আবার বন্যা। শুরু হয়েছে উদ্ধারকাজ। 'মস্তানি'র রাজ্যের করুণ পরিণতি নিজে চোখেই দেখে নিন ভিডিওতে-