জঙ্গি হানায় অসমের গ্রামে জিঙ্গল বদলে গেছে বিষাদের সুরে
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/default_images/placeholder_image_bengali.jpg)
জঙ্গিদের গুলিতে ঝাঁঝড়া হয়ে গেছেন গ্রামের ছজন। অসমের পাকিয়াগুড়িতে বড়দিনের জিঙ্গল বদলে গেছে বিষাদের সুরে।
বড়দিনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। একটু একটু করে সেজে উঠছিল ছোট্ট গ্রামটা। মঙ্গলবার সন্ধেয় আচমকাই পাকড়িগুড়িতে ঢুকে পড়ে ৩০-৩৫জন। কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সেনাউর্দিধারী জঙ্গিরা। সেদিনের সন্ত্রাসের ক্ষত বয়ে বেড়াচ্ছে এই দেওয়াল। দুদিন আগেও কাঁচা বাড়ি ঠিকানা ছিল তিনজনের। বৌদি ও ভাইঝিকে হারিয়ে এখন এক্কেবারে একা মেয়েটি।
পাকড়িগুড়িকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে আতঙ্ক। দলে দলে গ্রাম ছাড়ছেন মানুষ। একইছবি পাশের গ্রামগুলোতেও। কোকরাঝাড় এবং শিমুলবাড়ি থেকে উত্তরবঙ্গের কুমারগঞ্জের ত্রাণ শিবিরে পালিয়ে এসেছেন প্রায় ৬০০ শরণার্থী।