ঠাকরের মৃত্যুতে বাণিজ্যনগরী আজ বিষাদনগরী
একটা মৃত্যুর আবেগ আর শোকে থমকে গেল মুম্বই। আজ দুপুরে শিবসেনা প্রধান বালা সাহেবের মৃত্যুর পর মারাঠি আবেগের কাছে হার মানল সব ব্যস্ততা, বেঁচে থাকার দশটা-পাঁচটার লড়াই। দুপুর সাড়ে তিনটেয় বাল ঠাকরের মৃত্যুর পর মুম্বইয়ের ঘড়ি যেন থেমে গেল। সব রাস্তা গিয়ে মিশল মাতুশ্রীর সামনে। আম মুম্বইকরদের চোখের জলে ভিজে গেল রাস্তা। আর পাঁচটা দিনের কাছে আজকের এই শোকের দিনটা সব কিছুতেই যেন আলাদা হয়ে থাকল। স্বার্থপর বদনাম ঘুচিয়ে মুম্বই আজ বিষাদ নগরীতে পরিণত হল।
একটা মৃত্যুর আবেগ আর শোকে থমকে গেল মুম্বই। আজ দুপুরে শিবসেনা প্রধান বালা সাহেবের মৃত্যুর পর মারাঠি আবেগের কাছে হার মানল সব ব্যস্ততা, বেঁচে থাকার দশটা-পাঁচটার লড়াই। দুপুর সাড়ে তিনটেয় বাল ঠাকরের মৃত্যুর পর মুম্বইয়ের ঘড়ি যেন থেমে গেল। সব রাস্তা গিয়ে মিশল মাতুশ্রীর সামনে। আম মুম্বইকরদের চোখের জলে ভিজে গেল রাস্তা। আর পাঁচটা দিনের কাছে আজকের এই শোকের দিনটা সব কিছুতেই যেন আলাদা হয়ে থাকল। স্বার্থপর বদনাম ঘুচিয়ে মুম্বই আজ বিষাদ নগরীতে পরিণত হল। শোক সামলাতে তখন হিমশিম অবস্থা পুলিসের। টুইটার, ফেসবুকেও আছড়ে পড়ল ঠাকরে আবেগ।
ধীরে ধীরে বাণিজ্যনগরীর বেশ কিছু জায়গায় থেমে গেল বাস, ট্যাক্সির চাকা। বেশ কিছু অফিস আগেই ছুটি দিয়ে দেওয়া হয়। তবে সবচেয়ে সমস্যায় পড়লেন নিত্যযাত্রীরা। যান চলাচল বন্ধ। তাই অনেকে বাড়ি ফিরতে পারলেন না। এমন বেশ কিছু নিত্যযাত্রীদের আত্মীয়রা টুইট করে জানালেন তাদের প্রিয় মানুষটা আজ রাতে গুরুদ্বারে কাটাবে।
বালা সাহেব ঠাকরের মৃত্যুতে কী কী বাতিল হল--
বিজেপি নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ভোজসভা স্থগিত করা হল
রবিবার সমস্ত সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। কাল মুম্বইতে সব শো বাতিল করা হল।
রবিবার মুম্বইয়ে খোলা মঞ্চে কোনও বিনোদন অনুষ্ঠান হবে না।
আই লিগে পুণে এফসি-এয়ার ইন্ডিয়া ম্যাচ বাতিল।