নিজস্ব প্রতিবেদন: ভারতে আনা হল আফগানিস্তানে নিহত চিত্র-সাংবাদিক দানিশ সিদ্দিকির মরদেহ। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে তাঁকে সমাধিস্থ করা হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ, রবিবার সন্ধেবেলা দিল্লিতে এসে পৌঁছল আফগানিস্তানে নিহত photojournalist Danish Siddiqui-র মরদেহ।  Jamia Millia Islamia university graveyard-য়ে তাঁর দেহ সমাধিস্থ করা হবে বলে খবর। বিশ্ববিদ্যালয় সূত্রেই জানা গিয়েছে, আজ দানিশের দেহ দিল্লিতে আসছে The Air India বিমানে। দানিশ এই বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী।


আরও পড়ুন: রাজনৈতিক নেতা, সাংবাদিক, বিচারপতিদের ফোনে কি আড়ি পাতছে ইজরায়েলি সংস্থা? আতঙ্ক দিল্লিতে


দানিশ ২০১৮ সালে Pulitzer Prize পেয়েছিলেন। তিনি Reuters news agency-র হয়ে কাজ করতেন। আফগানিস্তানে যুদ্ধের সংবাদ সংগ্রহের কাজে গিয়েছিলেন তিনি। পাক সীমান্তের শহর Spin Boldak-এর কাছে নিহত হন তিনি।


জানা গিয়েছে, দানিশের পরিবারের তরফেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছিল যদি তাঁরা দানিশের দেহ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কবরস্থানে সমাহিত করার অনুমতি দেন। বিশ্ববিদ্য়ালয়  সেই অনুমতি দিতে দেরি করেনি। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: কেন ছাড় বকরি ইদে? কেরল সরকারের বিরুদ্ধে আদালতে যাওয়ার 'হুমকি' IMA-র