আফগানিস্তানে সংঘর্ষের মধ্যে মৃত্যু পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিক Danish Siddiqui-র

কান্দাহারের স্পিন বলডাক জেলায় সংঘর্ষ চলাকালীন মৃত্যু হল তাঁর। 

Updated By: Jul 16, 2021, 02:13 PM IST
আফগানিস্তানে সংঘর্ষের মধ্যে মৃত্যু পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিক Danish Siddiqui-র

নিজস্ব প্রতিবেদন: কান্দাহারে নিহত হলেন পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি (Danish Siddiqui)। সূত্রের খবর,আফগানিস্তানে দানিশ সিদ্দিকিকে গুলি করে খুন করা হয়। কান্দাহারের স্পিন বলডাক জেলায় সংঘর্ষ চলাকালীন মৃত্যু হল তাঁর। ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরদি মামুন্দজাই শুক্রবার এই খবর জানান। 

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রধান চিত্র সাংবাদিক ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতেই  শুরুতর জখম হয়েছিলেন দানিশ। ছিলেন আফগান সেনা শিবিরেই। আফগানি স্পেশাল ফোর্সের একটি অভিযান নিয়ে খবর করেছিলেন দানিশ। কীভাবে সেনার উপর হামলা চালাচ্ছে তালিবানরা সেই ভিডিও টুইটও করেছিলেন। 

মুম্বইয়ের বাসিন্দা বছর ৪০-এর দানিশ। জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্র সাংবাদিক হিসাবে কেরিয়ার শুরু করেন টেলিভিশনে। ২০১০ সালে রয়টার্সে চিত্র সাংবাদিক হিসেবে যোগ দেন। ২০১৮ সালে সহকর্মী আদনান আবিদির সঙ্গে ফিচার ফোটোগ্রাফিতে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন দানিশ। ভারতের তিনিই প্রথম লিৎজার জয়ী চিত্রসাংবাদিক।

.