ওয়েব ডেস্ক: বিমল গুরুং এবং মোর্চা নেতাদের বিরুদ্ধে হুমকির অভিযোগ পেলে ব্যবস্থা নিতে পারবে পাহাড়ের পুলিস প্রশাসন। মদন তামাংয়ের স্ত্রী ভারতী তামাংয়ের আবেদনের প্রেক্ষিতে সংশোধিত নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যদিও মদন তামাং হত্যা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিমল গুরুং সহ অভিযুক্ত মোর্চা নেতাদের গ্রেফতারির ওপর স্থগিতাদেশ জারি থাকছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অশান্ত পাহাড়ে এভাবেই প্রকাশ্যে খুন হয়েছিলেন অখিল ভারতীয় গোর্খা লিগ নেতা মদন তামাং। বিমল গুরুং সহ ২৩জন মোর্চা নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মদন তামাংয়ের স্ত্রী ভারতী তামাং। তদন্তে নামে সিবিআই। সিবিআই চার্জশিটে অভিযুক্ত এই মোর্চা নেতাদের নাম ছিল। তাঁদের গ্রেফতারের নির্দেশ দেয় নিম্ন আদালত।


এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্তরা। আগাম জামিনের আবেদন করেন তাঁরা। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতারির ওপর স্থগিতাদেশের নির্দেশ দেয় বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চ।


এর মধ্যে মদন তামাংয়ের স্ত্রী ভারতী তামাং অভিযোগ করেন,  পাহাড়ে বারবার তাঁকে ভয় দেখাচ্ছেন বিমল গুরুং এবং তাঁর অনুগামীরা। মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। এমনকী ফোনে খুনেরও হুমকি পাচ্ছেন তিনি।


ভারতী তামাং এ নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানালে বিচারপতি অসীম রায় ও বিচারপতি মলয়মারুত ব্যানার্জির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ভারতী তামাংয়ের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাহাড়ের পুলিস প্রশাসন ব্যবস্থা নিতে পারবে বিমল গুরুংদের বিরুদ্ধে। তবে মদন তামাং হত্যা মামলায় অভিযুক্ত বিমল গুরুং এবং অন্য মোর্চা নেতাদের গ্রেফতারিতে স্থগিতাদেশ বজায় থাকছে।


মদন তামাং হত্যা মামলার পরবর্তী শুনানি আগামী ছয় এপ্রিল। এরপরেই রায় ঘোষণার সম্ভাবনা।