কেন্দ্র মহিলা সংরক্ষণ বিল পাশ করুক, নইলে আমরা ক্ষমতায় এসে করব, বললেন রাহুল
রাহুলের দাবি, মহিলাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর সরকার গত ৪ বছরে যা অবিচার করেছে অত অত্যাচার তার আগের ৭০ বছরে তো নয়ই, ৩০০০ বছরেও হয়নি। মহিলা সংরক্ষণ বিল সংসদে পড়ে রয়েছে। আমি প্রধানমন্ত্রীকে বলে দিয়েছি, যে দিন বিল পেশ করবেন গোটা কংগ্রেস আপনার পাশে থাকবে। তা না-হলে আমাদের সরকার এলে মহিলা সংরক্ষণ বিল পাশ করব।
নিজস্ব প্রতিবেদন: ক্ষমতায় এলেই সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করাবে কংগ্রেস। বর্তমান সরকার সংসদে এই বিল পেশ করলেও সমর্থন করবে তারা। মঙ্গলবার মহিলা অধিকার সম্মেলনের মঞ্চ থেকে এমনটাই ঘোষণা করলেন দলের সভাপতি রাহুল গান্ধী। রাহুলের দাবি, সমাজে মহিলা ও পুরুষকে একই উচ্চতায় তুলে ধরতে কংগ্রেস যথাসাধ্য চেষ্টা করবে। একই সঙ্গে আরএসএস-বিজেপিকে কটাক্ষ করে রাহুল বলেন, শুধুমাত্র পুরুষরাই দেশ চালাবে, এটাই হল আরএসএস - বিজেপির মতাদর্শ। বর্তমান সরকার মহিলাদের মর্যাদা দেয় না। রাহুলের প্রশ্ন, দেশে ধর্ষণের ঘটনায় কেন চুপ করে থাকেন প্রধানমন্ত্রী। গত চার বছরে মহিলাদের ওপর যত নির্যাতন হয়েছে তার আগের ৭০ বছরে অত নির্যাতন হয়নি, দাবি কংগ্রেস সভাপতির।
মঙ্গলবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে মহিলা অধিকার সম্মেলনে বক্তব্য রাখছিলেন রাহুল গান্ধী। সেখানেই কটাক্ষ ছুড়ে দিয়ে রাহুল বলেন, 'পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দেশের মানুষকে আজ বিজেপি বিধায়কদের থেকে মেয়েদের সুরক্ষিত রাখতে হচ্ছে।' রাহুলের কথায়,'সরকার বেটি বাঁচাও, বেটি পড়াওয়ের কথা বলছে। কিন্তু বোঝা যাচ্ছে না কী করে মেয়েদের রক্ষা করছে সরকার। গোটা দেশের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।'
The daughters need to be saved from BJP MLAs: Congress President Rahul Gandhi at at Mahila Adhikar Sammelan #Delhi pic.twitter.com/1DhVNUufaU
— ANI (@ANI) August 7, 2018
রাহুল বলেন, 'বিজেপি - আরএসএস-এর সঙ্গে আমাদের মতাদর্শগত ফারাক রয়েছে। আরএসএস-এ মহিলাদের প্রবেশ নিষেধ। আমার প্রশ্ন, কেন আরএসএস-এ মহিলারা ঠাঁই পান না? কেন তারা কোনও পদ পান না? কেন কোনও মহিলা আরএসএস-এর স্বেচ্ছাসেবক হতে পারেন না? মোদী ও আরএসএস-এর মতাদর্শ দেশে আগুন লাগিয়ে দিয়েছে। নোট বাতিল হোক বা জিএসটি, চাষিদের অবস্তা হোক বা ১০০ দিনের কাজ, যেখানেই তাকাবেন, দেখবেন গরিবদের ওপর আক্রমণ চলছে।
মুসলিমকে যে দাড়ি কাটতে বাধ্য করবে তাকে ইসলামে ধর্মান্তরিত করব : ওবেইসি
এদিন রাহুল বলেন, 'উত্তর প্রদেশে মহিলা ধর্ষিত হলে প্রধানমন্ত্রীর মুখ থেকে আওয়াজ বের হয় না। ঝাড়খণ্ডে হলেও চুপ থাকেন। যেখানেই হোক, উনি কিছু বলেন না। বিহারে নাবালিকাদের ধর্ষণ হলেও প্রধানমন্ত্রীর মুখ থেকে শব্দ বেরোয় না। উত্তর প্রদেশে যেখানে বিজেপি বিধায়ক ধর্ষণে অভিযুক্ত সেখানে সেরাজ্যের বিজেপির সভাপতি বা প্রধানমন্ত্রী কিছুই বললেন না। এখন তো বিদেশিরাও বলছে যে ভারত মহিলাদের জন্য নিরাপদ নয়।'
If they table the Women's Reservation Bill, we will give them full support but if they don't, then as soon as Congress party comes to the power we will pass the bill: Congress President Rahul Gandhi at Mahila Adhikar Sammelan #Delhi pic.twitter.com/SNlCkOOuQ7
— ANI (@ANI) August 7, 2018
রাহুলের দাবি, মহিলাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর সরকার গত ৪ বছরে যা অবিচার করেছে অত অত্যাচার তার আগের ৭০ বছরে তো নয়ই, ৩০০০ বছরেও হয়নি। মহিলা সংরক্ষণ বিল সংসদে পড়ে রয়েছে। আমি প্রধানমন্ত্রীকে বলে দিয়েছি, যে দিন বিল পেশ করবেন গোটা কংগ্রেস আপনার পাশে থাকবে। তা না-হলে আমাদের সরকার এলে মহিলা সংরক্ষণ বিল পাশ করব।
মহিলা নিরাপত্তার ইস্যুতে বেশ কিছু সময় ধরে প্রধানমন্ত্রীর ওপর আক্রমণ শানাচ্ছেন রাহুল গান্ধী। দিন কয়েক আগে বিহারের মুজাফ্ফরপুরে একটি হোমে নাবালিকা ধর্ষণের প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন রাহুল। সেখানে রাহুল বলেন, এটা ওই ৪০টি মেয়ের নিরাপত্তার প্রশ্ন নয়, দেশের প্রত্যেকটি মহিলার নিরাপত্তা আজ প্রশ্নের মুখে।