মাওবাদীদের এনকাউন্টার অভিযানে বাড়ছে জওয়ানদের মৃতের সংখ্যা, শহিদ ২৩ জন
বিজাপুরের পুলিশ সুপার কমলচরণ কাশ্যপ জানিয়েছেন, ২৩ জন জওয়ানের মৃত্যু হয়েছে। ৩০ জন হাসপতালে চিকিৎসাধীন।
নিজস্ব প্রতিবেদন: তেররামের জঙ্গলে নিখোঁজ ২১ জনকে খুঁজতে ঢুকেছিল একটি টিম। এখনও পর্যন্ত পাওয়া খবরে সেখান থেকেই উদ্ধার করে আনা হয় ১৪ জনের দেহ। ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩। এখনও আরও জওয়ান নিখোঁজ রয়েছে বলে খবর।
বিজাপুরের পুলিশ সুপার কমলচরণ কাশ্যপ জানিয়েছেন, ২২ জন জওয়ানের মৃত্যু হয়েছে। ৩০ জন হাসপতালে চিকিৎসাধীন।
প্রসঙ্গত, ছত্তিশগড়ে জঙ্গলের ভিতর মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর চলে গুলির লড়াই। চলতে থাকে এনকাউন্টারের পর এনকাউন্টার। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিজাপুর ও সুকমা জেলা। কর্ডন করে রাখা হয় গোটা এলাকা। কিন্তু গুলির শব্দ থামতেই খোঁজ মেলে না ২৩ জন জওয়ানের। ঘটনাটি ঘটেছে শনিবার।
প্রথমে জানা যায়, গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ৫ জন জওয়ান। গোপন সূত্রে মাওবাদীদের খবর পেয়ে অভিযান চালায় সিআরপিএফের কোবরা বাহিনী, ডিআরজি এবং এসটিএফ৷ এই ঘটনায় কেঁপে ওঠে ছত্তিশগড়ের বিজাপুর।