এনআরসি-র প্রথম খসড়া প্রকাশিত, অসমে প্রথম ধাপে স্থান পেলেন ১.৯ কোটি মানুষ
৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে অসমে প্রথম ধাপে ১.৯ কোটি মানুষের নাম নাগরিকপঞ্জীর খসড়া তালিকায় স্থান পেল। ৩১ ডিসেম্বর মাঝরাতে প্রকাশ করা হল ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস বা এনআরসি প্রথম খসড়া।
নিজস্ব প্রতিবেদন : ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে অসমে প্রথম ধাপে ১.৯ কোটি মানুষের নাম নাগরিকপঞ্জীর খসড়া তালিকায় স্থান পেল। ৩১ ডিসেম্বর মাঝরাতে প্রকাশ করা হল ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস বা এনআরসি প্রথম খসড়া।
১৯৫১ সালে প্রথম তৈরি করা হয়েছিল এনআরসি। কিন্তু, তারপর থেকে এই প্রথম প্রকাশ্যে আনা হল কোনও নাগরিকপঞ্জীর খসড়া।
আরও পড়ুন- ২০১৮-তে আট রাজ্যে ভোট, বড় মঞ্চে পরীক্ষা রাহুলের
বছরের পর বছর বাংলাদেশ থেকে রাজ্যে বেআইনিভাবে ঢুকে পড়া লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীরা অসমের অন্যতম প্রধান সমস্যা। তবে তাদের এতদিন ধরে চিহ্নিত করা সম্ভব হচ্ছিল না। এবার অসমেই প্রথম নাগরিকপঞ্জীর খসড়া তৈরির করার কাজ শুরু হয়েছে।
এদিকে, এই প্রক্রিয়া শুরু হওয়ার পর অসমজুড়ে অশান্তি ছড়ানোর আশঙ্কা ছিল। ফলে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে। সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
NRC Assam has so far sent 263000 messages to people who had registered for our SMS Service to know their inclusion on the Part Draft of NRC.#OurNRCFairNRC #PartDraftNRC
— NRC Updation Assam (@NRCupdateAssam) January 1, 2018
একটি পরিবারের একাধিক সদস্যের নাম এই তালিকায় একসঙ্গে না থাকায়, অনেকেই আশঙ্কায় ভুগছেন। যদিও, যাদের নাম তালিকায় ওঠেনি এখনই তাঁদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছে এনআরসি কর্তৃপক্ষ।
এই মামলায় সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে এপ্রিল মাসে। আদালতের নির্দেশের ভিত্তিতেই পরবর্তী খসড়া প্রকাশের সময়সীমা স্থির করা হবে।