অরারিয়ায় দেশবিরোধী স্লোগান-কাণ্ডে আত্মসমর্পণ অভিযুক্তের
সম্প্রতি বিহারের অরারিয়া লোকসভা উপ-নির্বাচনে আরজেডির জয়ের পর একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওয় তিন যুবককে ভারত বিরোধী স্লোগান ও পাকিস্তানের জয়ধ্বনী দিতে শোনা যায়। ভিডিওকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। এর পরই তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্তে নামে পুলিস।
ওয়েব ডেস্ক: বিহারের অরারিয়া জেলায় দেশবিরোধী স্লোগান মামলায় আত্মসমর্পণ করল তৃতীয় অভিযুক্ত। আদিব রজা নামে ওই যুবক বুধবার আদালতে আত্মসমর্পণ করে। সূত্রের খবর, আত্মসমর্পণের পর আদালতে দোষ কবুল করেছে সে। এই মামলায় ইতিমধ্যে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিস।
আরও পড়ুন - তৃণমূল ছেড়ে বিজেপিতে
ভাইরাল ভিডিওয় দেশবিরোধী স্লোগান
সম্প্রতি বিহারের অরারিয়া লোকসভা উপ-নির্বাচনে আরজেডির জয়ের পর একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওয় তিন যুবককে ভারত বিরোধী স্লোগান ও পাকিস্তানের জয়ধ্বনী দিতে শোনা যায়। ভিডিওকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। এর পরই তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্তে নামে পুলিস। ওদিকে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে মশাল নিয়ে পথে নামেন স্থানীয়রা।
#Bihar: Man named Aadib Raza surrenders before Court over the case of viral video from #Araria, that showed people raising anti-India slogans. 2 arrests were made in the case earlier.
— ANI (@ANI) March 21, 2018
চাপের মুখে অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করে পুলিস। তবে তৃতীয় জনের সন্ধান মিলছিল না। বুধবার আত্মসমর্পণ করে সে।