দেখাচ্ছিলেন স্টান্ট, তারপরই যা হল...(দেখুন ভিডিও)
এ ছবি মুম্বইয়ের নতুন কিছু নয়। লোকাল ট্রেন থেকে রাস্তায় মোটরবাইক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে স্টান্ট দেখানোর মতো বহু মানুষকেই দেখা যায় এই বাণিজ্য নগরীতে। আর সেই স্টান্টই এবার কেড়ে নিল তরতাজা এক যুবকের প্রাণ। মোটরবাইক নিয়ে স্টান্ট দেখাতে গিয়ে বেসামাল হয়ে মৃত্যু হল ওই যুবকের।
![দেখাচ্ছিলেন স্টান্ট, তারপরই যা হল...(দেখুন ভিডিও) দেখাচ্ছিলেন স্টান্ট, তারপরই যা হল...(দেখুন ভিডিও)](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/06/11/57476-bike6.gif)
ওয়েব ডেস্ক : এ ছবি মুম্বইয়ের নতুন কিছু নয়। লোকাল ট্রেন থেকে রাস্তায় মোটরবাইক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে স্টান্ট দেখানোর মতো বহু মানুষকেই দেখা যায় এই বাণিজ্য নগরীতে। আর সেই স্টান্টই এবার কেড়ে নিল তরতাজা এক যুবকের প্রাণ। মোটরবাইক নিয়ে স্টান্ট দেখাতে গিয়ে বেসামাল হয়ে মৃত্যু হল ওই যুবকের।
ঘটনাটি মুম্বইয়ের মেরিন ড্রাইভে। সেখানে নিজের মোটরবাইকটি নিয়ে স্টান্ট দেখাচ্ছিলেন ওই যুবক। পিছনে অপর একটি মোটরবাইকে এই অ্যাডভেঞ্চার স্পোর্টসটির ভিডিও তুলছিলেন তাঁর বন্ধু। সেই সময় হঠাত্ই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় মোটরবাইকটি। মাথায় হেলমেট না থাকায় এবং মোটরবাইকটির গতি অত্যন্ত দ্রুত থাকায় রাস্তায় পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
এই ঘটনার ভিডিওটি সোশ্যাল সাইটে পোস্ট করা মাত্রই তা বর্তমানে ভাইরাল।