ইন্দ্রদেবের রুদ্ররোষে ছাগলের 'মানহানি'
ওয়েব ডেস্ক : শনিবার ইদ। আর তার আগে মুম্বইতে ‘আল্লাওয়ালা বকরার’ দাম উঠল ১,০০,০০,৭৮৬ টাকা। অবাক লাগছে শুনতে? কিন্তু, সম্প্রতি এমনই একটি প্রকাশিত হয়েছে সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে।
রিপোর্টে প্রকাশ, বকরি ঈদের জন্য আজমের থেকে একটি ছাগল নিয়ে আসেন কপিল সোহেল নামে মুম্বইয়ের এক বাসিন্দা। ওপরওয়ালাই নাকি ওই ছাগলটিকে তাঁদের কাছে পাঠিয়েছেন। এমনই দাবি করেন সোহেল। আর সেই কারণেই ওই ছাগলটির দাম ১ কোটি ধরা হয়। আশাবাদীও ছিলেন সোহেল। কিন্তু, সোহেলের সেই আশায় জল ঢেলে দিল বৃষ্টি।
সোমবার থেকে মুম্বই জুড়ে শুরু হয়েছে জোর বৃষ্টি। আর ওই বৃষ্টির জেরেই তরতরিয়ে দাম পড়তে শুরু করে ছাগলটির। ১ কোটির পরিবর্তে বর্তমানে ওই ছাগলটির দাম করে এসে দাঁড়িয়েছে ৫০ লক্ষতে। সোহেল বলেন, বৃষ্টির পর থেকেই ছাগলটির দাম কমতে শুরু করেছে।
ছবি-ফাইল