সেনা-জঙ্গি সংঘর্ষে নাগাল্যান্ডে নিকেশ ৩ জঙ্গি; শহীদ ১ জওয়ান

সেনা জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত নাগাল্যান্ড। এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে ১ জওয়ানের। নিকেশ করা গেছে ৩ জঙ্গিকে। সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয় এক পথচারীর। আহত আরও ৩ জনওয়ান। তাঁদের চিকিত্সা চলছে হাসপাতালে।

Updated By: Jun 7, 2017, 08:52 AM IST
সেনা-জঙ্গি সংঘর্ষে নাগাল্যান্ডে নিকেশ ৩ জঙ্গি; শহীদ ১ জওয়ান
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : সেনা জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত নাগাল্যান্ড। এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে ১ জওয়ানের। নিকেশ করা গেছে ৩ জঙ্গিকে। সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয় এক পথচারীর। আহত আরও ৩ জনওয়ান। তাঁদের চিকিত্সা চলছে হাসপাতালে।

আরও পড়ুন- যৌন জালে জড়িয়ে পড়ছে ভারতীয় স্কুল গার্লরা, সতর্ক করল ECPAT

জানা গেছে, গতকাল রাতে হঠাত্ই রাজ্যের মাউ ঢুকে পড়ে কয়েকজন জঙ্গি। শুরু হয় সংঘর্ষ। আজ ভোরের কাছাকাছি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩ জঙ্গির। শহীদ হয়েছেন টেরিটোরিয়াল আর্মির এক জওয়ানও। জানা গেছে, ভোরের দিকে রাস্তায় বেরিয়েছিলেন কিছু মানুষ। তাদের মধ্যে একজন ওই সংঘর্ষের মাঝে পড়ে মারা যান। গোটা এলাকাটি ঘিরে রেখে চলছে তল্লাসি। আরও জঙ্গি সেখানে লুকিয়ে আছে কিনা তাও দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে নাগাল্যান্ডে। এখনও সংঘর্ষ জারি রয়েছে সেখানে।

.