Srinagar Houseboat Blaze: ডাল লেকের হাউসবোটে আগুন, মৃত্যু ৩ বাংলাদেশির! বরফের খুশির মধ্যেই মৃত্যুর বিষাদ...

Srinagar Houseboat Blaze: দীপাবলির আগে মর্মান্তিক দুর্ঘটনা। জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে অবস্থিত ডাল লেকে হাউসবোটে আজ, শনিবার যে-অগ্নিকাণ্ড হয়েছে, তাতে বাংলাদেশের তিন পর্যটকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিস জানিয়েছে।

Updated By: Nov 11, 2023, 08:13 PM IST
Srinagar Houseboat Blaze: ডাল লেকের হাউসবোটে আগুন, মৃত্যু ৩ বাংলাদেশির! বরফের খুশির মধ্যেই মৃত্যুর বিষাদ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপাবলির আগে মর্মান্তিক দুর্ঘটনা। জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে অবস্থিত ডাল লেকে হাউসবোটে আজ, শনিবার যে-অগ্নিকাণ্ড হয়েছে, তাতে বাংলাদেশের তিন পর্যটকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিস জানিয়েছে। তবে এখনও পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। আগুন লাগার কারণও এখনও জানা যায়নি বলে পুলিস জানিয়েছে। তদন্ত চলছে।

আরও পড়ুন: Delhi Earthquake: দীপাবলির আবহে আবার কেঁপে উঠল দিল্লির মাটি...

পুলিস জানিয়েছে, এদিন সকালে একটি বিশাল অগ্নিকাণ্ডে হ্রদের বেশ কয়েকটি হাউসবোট ছাই হয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর মরদেহগুলি পাওয়া যায়। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সাফিনা হাউসবোটে ওই তিন বাংলাদেশি পর্যটক ছিলেন।

ফায়ার সার্ভিস ও পুলিস সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। ছড়িয়ে গিয়ে আগুন অন্য হাউসবোটগুলিকেও গ্রাস করে। আগুনে অন্তত পাঁচটি হাউসবোট পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি। সব মিলিয়ে কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে কাশ্মীরের এই ডাল লেক। বহু পর্যটকই শ্রীনগর বেড়াতে এসে ডাল লেকের হাউসবোটে থাকেন। সেই হাউসবোটের অগ্নিকাণ্ডে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে পর্যটকমহলে, উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় পর্যটন দফতরেও।

আরও পড়ুন: Black Potato: এবার জমি খুঁড়লেই উঠবে সোনা, কালো আলুতেই লাভের আলো দেখছে ভারত!

কয়েকদিন আগেই কাশ্মীরে এই মরসুমের প্রথম তুষারপাত হয়েছে। তা নিয়ে খুশির মেজাজও। কিন্তু এই খুশির মধ্যেই অগ্নিকাণ্ডের অন্ধকার নামল। প্রসঙ্গত, গত বছর শ্রীনগরের নিগিন হ্রদে মাঝরাতে হাউসবোটে আগুন লেগেছিল। সেবার পুড়ে ছাই হয়ে গিয়েছিল সাতটি হাউসবোট। তবে  সেবার পর্যটকদের নিরাপদে বোট থেকে বের করে আনা সম্ভব হয়েছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.