ওয়েব ডেস্ক: আতঙ্কের ঘটনা ঘটল ইন্দোরে। রবিবার। ছুটির দিন। শীতকাল। প্রচুর মানুষ চিড়িয়াখানায় বেড়াতে এসেছেন। বাচ্চারা এদিক ওদিক খেলা করছে। সবাই বেশ মজার মেজাজেই রয়েছে। সেই সময়ে চিড়িয়াখানায় খাঁচা ভেঙে বাইরে বেড়িয়ে এল বাঘিনী। কী হল তারপর?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন শিখে নিন কীভাবে বাড়িতে সহজে বানাবেন ‘ব্ল্যাক ফরেস্ট কেক’


বাঘিনী খাঁচা ভেঙে বাইরে বেরোতেই চিড়িয়াখানায় হঠাত্‌ই আনন্দের পরিবেশ বদলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেল। মানুষ আতঙ্কিত হয়ে বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়োদৌড়ি করতে লাগল।


ঠিক কী হয়েছিল?


ইন্দোর চিড়িয়াখানার ইন-চার্জ উত্তম যাদব জানিয়েছেন, সন্ধে ৬টা নাগাদ কেউ বাঘিনীর দিকে বেলুন ছুঁড়ে দেয়। আর তাতেই রেগে যায় বাঘিনী। এবং খাঁচা ভেঙে বাইরে চলে আসে। খাঁচা থেকে বেরোনোর ৯০ মিনিট পর তাকে ধরা যায়। যদিও সে কাউকে আঘাত বা আক্রমণ করেনি। তবে বাঘিনীকে হঠাত্‌ খাঁচার বাইরে দেখে আতঙ্কিত হয়ে দৌড়োদৌড়ি করার ফলে বহু মানুষ পদপিষ্ট হয়ে আহত হয়েছেন।


আরও পড়ুন কাঁধে চোট পেয়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন এক ভারতীয় ক্রিকেটার!