নিজস্ব প্রতিবেদন: রাজ্যসভা থেকে সাসপেন্ডেড ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien)। বাকি শীতকালীন অধিবেশনের জন্য তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদকে সাসপেন্ড করলেন রাজ্যসভার চেয়ারম্যান। অভিযোগ, নির্বাচনী সংস্কার বিল নিয়ে বিতর্কের সময় রুল বুক ছুড়ে ফেলে দেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্বাচনী সংস্কার বিল নিয়ে মঙ্গলবার রাজ্যসভা উত্তাল হয়। বিরোধীরা হট্টগোল শুরু করেন। বিক্ষোভ দেখান। এরপর ওয়াক আউট করেন বিরোধী সাংসদরা। অভিযোগে, আলোচনার মাঝে রুলবুক ছুড়ে ফেলে দেন ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien)। এরপর তাঁকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান। এরপর টুইটারে ডেরেক লেখেন, "শেষবার আমি রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছিলাম যখন সরকার কৃষি আইন চাপিয়ে দিতে চাইছিল। আমরা সবাই দেখেছি এর ফলাফল কী হয়েছে। এবার সাসপেন্ড হলাম যখন বিজেপি সংসদ নিয়ে মজা করছে এবং নির্বাচনী আইনকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আশ করছি এই বিলও শীঘ্রই বাতিল করতে হবে।"





আরও পড়ুন: Rail Engine Sold: আস্ত একটা ইঞ্জিনই বিক্রি করে দিলেন রেলের ইঞ্জিনিয়ার


আরও পড়ুন: Ban: লাগাতার ভারত বিরোধী প্রচার, ২০ ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করল কেন্দ্র


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App