নিজস্ব প্রতিবেদন: রামপুরহাট কাণ্ডে (Rampurhat Arson) তোলপাড় চলছে রাজ্যে। সরকারের বিরুদ্ধে যখন সুর চড়িয়েছে বিরোধীরা, তখন দিল্লিতে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Governor Jagdeep Dhankhar) অপসারণের দাবি জানাল তৃণমূল (TMC)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন সাংসদরা (TMC MP)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রামপুরহাট কাণ্ডে ইতিমধ্যেই দিল্লির দরবারে অভিযোগ জানিয়েছে বঙ্গ বিজেপি (BJP)। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের (Union Home Minister Amit Shah) সঙ্গে দেখা করেন এ রাজ্যের সাংসদের এক প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন খোদ দলের রাজ্য সভাপতি, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (WB BJP President Sukanta Mazumder)। এরপর রাজ্যের কাছে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এমনকী, নজিরবিহীনভাবে রামপুরহাটকাণ্ডের নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বলেন, 'রামপুরহাটে জঘন্য অপরাধ হয়েছে। অপরাধীদের শাস্তি দিতেই হবে। রাজ্য সরকারকে বলব যেন ক্ষমা করা না হয়'।


আরও পড়ুন: Rampurhat Arson: রামপুরহাট কাণ্ডে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের NHRC-র


ঠিক কী ঘটেছে রামপুরহাটের বগটুই গ্রামে? বুধবারই ঘটনা প্রবাহ সম্পর্কে অবহিত করার জন্য অমিত শাহের কাছে সাক্ষাতের সময়ে চেয়েছিলেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (TMC leader Sudip Bandyopadhyay)। এদিন দুপুরে ১টা সাক্ষাতের সময়ে দেওয়া হয়। বৈঠক থেকে বেরিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, 'রামপুরকাণ্ডে দ্রুত পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে কোনও রাজনৈতিক দ্বন্দ্ব নেই। রাজ্যপাল সাংবিধানিক সংকট তৈরির চেষ্টা করছেন। কোনও রাজ্যে এটা দেখা যায় না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে নিতে পারছেন না। দ্রুত রাজ্যপালকে সরানোর দাবি জানিয়েছি'। তাঁর দাবি, 'অমিত শাহ বলেছেন, 
আমিও বিশ্বাস করি, এই ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই'।


আরও পড়ুন: Rampurhat Arson: মুখ্যমন্ত্রীর নির্দেশ, ত্রস্ত বগটুইয়ে কঠোর নিরাপত্তা প্রশাসনের


এর আগে, মঙ্গলবার রামপুরহাটকাণ্ডে রাজ্যের মুখ্যসচিবের কাছে 'জরুরিভিত্তিতে তথ্য' জানতে চান রাজ্যপাল। টুইটে নিশানা করেন রাজ্য সরকার। পাল্টা চিঠি দিয়ে আবার রাজ্যেপালের বিরুদ্ধে রাজ্যকে কালিমালিপ্ত করার অভিযোগ তুলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল জবাব দেন, 'রাজভবনে বসে আমি নীবর দর্শক হয়ে থাকতে পারি না। আমাদের রাজ্য শান্তিপূর্ণ, এই দাবি হাস্য়কর'।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)