Rampurhat Arson: রামপুরহাট কাণ্ডে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের NHRC-র

রামপুরহাটে এসেই কমিশন তদন্ত করবে বলে জানিয়েছেন অরুণ মিশ্র।

Updated By: Mar 24, 2022, 07:43 PM IST
Rampurhat Arson: রামপুরহাট কাণ্ডে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের NHRC-র
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : রামপুরহাট কাণ্ডে (Rampurhat Arson) স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। একথা জানিয়েছেন কমিশনের চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্র। কমিশন সূত্রে জানা গিয়েছে যে, বগটুইয়ে যে ভয়াবহ হত্যালীলা ঘটেছে, সেই ঘটনার তদন্তে রামপুরহাট আসবেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। রামপুরহাটে এসেই কমিশন তদন্ত করবে বলে জানিয়েছেন অরুণ মিশ্র।

বগটুইয়ের ঘটনায় (Rampurhat Arson) তোলপাড় রাজ্য-রাজনীতি। এই ঘটনার আঁচ গিয়ে পড়েছে দিল্লিতেও। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। অন্যদিকে, আজ বগটুইয়ে গিয়ে নিহতদের পরিজনদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বগটুই গ্রামে দাঁড়িয়েই তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দেন। বলেন, "অবিলম্বে আনারুলকে (Anarul) গ্রেফতার করতে হবে। হয় আনারুল আত্মসমর্পণ করুক, কিংবা যেখান থেকে হোক ওকে গ্রেফতার করা হোক।" মুখ্যমন্ত্রীর এই নির্দেশের আড়াই ঘণ্টা পর তারাপীঠ থেকে আনারুলকে গ্রেফতার করে পুলিস। বগটুইয়ে দাঁড়িয়ে এদিন মুখ্যমন্ত্রী দোষীরা যাতে কোনওভাবেই ছাড়া না পায়, দোষীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, তা সুনিশ্চিত করার নির্দেশ দেন।

প্রসঙ্গত, রামপুরহাটের বগটুইয়ে ৮ গ্রামবাসীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় বুধবার স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্টও। আজ ছিল তার শুনানি। অন্যদিকে, বগটুই হত্যাকাণ্ডে (Rampurhat Arson) বুধবার রাজ্য সরকারকে নোটিস পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশনও। পাশাপাশি, এই ঘটনায় রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের (West Bengal Commission for Protection of Child Rights) তরফেও রিপোর্ট চাওয়ার কথা জানান চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। তিনি স্পষ্ট বলেন, "কমিশন কোনও রং দেখে না। আমি মনে করি এবং কমিশন মনে করে, যে দলের লোক-ই এই কাজ করুক না কেন, তার শাস্তি পাওয়া উচিৎ। আমরা চাই সে শাস্তি পাক। এমনভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে এই ঘটনা আর না ঘটে।"

আরও পড়ুন, Rampurhat Arson: বগটুই কাণ্ডে এবার কম্পালসরি ওয়েটিংয়ে রামপুরহাট SDPO

Anarul Arrest In Rampurhat Arson: মুখ্যমন্ত্রীর নির্দেশের আড়াই ঘণ্টার মধ্যেই গ্রেফতার আনারুল হোসেন

Mamata Banerje At Bogtui: কাঁদতে কাঁদতে অসুস্থ, বগটুইয়ে নিহতদের পরিজনের শুশ্রূষায় মুখ্যমন্ত্রী নিজে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.