১৭ মে থেকে সম্পূর্ণ লকডাউন সিকিমেও

এখন আপাতত এক সপ্তাহ। সক্রিয় আক্রান্তের সংখ্যা দেখে পরবর্তী সিদ্ধান্ত।

Updated By: May 16, 2021, 03:14 PM IST
১৭ মে থেকে সম্পূর্ণ লকডাউন সিকিমেও

নিজস্ব প্রতিবেদন: এবার হিমালয়ের কোলেও লকডাউনের ভ্রুকুটি। আগামীকাল, সোমবার, ১৭ মে থেকে লকডাউন সিকিমে। 

Sikkim government শুক্রবারই এই মর্মে একটা ইঙ্গিত দিয়েছিল যে, এবার তারাও complete lockdown-এর মধ্যে দিয়ে যাবে। আপাতত ১৭ মে থেকে ২৪ মে পর্যন্ত লকডাউন। তার পরে Coronavirus-এর পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও সিকিমে ইতিমধ্যেই partial lockdown চলছে। বেসরকারি বাণিজ্য়িক প্রতিষ্ঠান, রাজ্য সরকারের অফিস বা অন্য সরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, জিমনাসিয়াম, বাজার, কলকারখানা সবই কঠোর ভাবে বন্ধ থাকবে।

আরও পড়ুন:  আরও এল ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন, ভারতে আগামী সপ্তাহ থেকেই টিকাকরণের প্রত্যাশা

আগের সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে করোনাপজিটিভের সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় সিকিম সরকার এই সিদ্ধান্ত নিল। তারা মনে করেছে, রাজ্যে মানুষের গতিবিধির উপর কড়া বিধিনিষেধ আরোপ করা জরুরি। যদিও আংশিক লকডাউনের সময়েও যথেষ্ট বিধিনিষেধ আরোপিত ছিল। কড়াকড়ি ছিল বিয়েবাড়ির উপর, কোনও জমায়েতের উপর, এমনকি কড়াকড়ি বহাল ছিল অন্ত্যেষ্টি ক্রিয়ায় অংশ নেওয়া লোকজনের সংখ্যার ক্ষেত্রেও। 
তবে দোকানপাট খোলা থাকত সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। আগামী কাল থেকে যা সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে। 

আরও পড়ুন: সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১৭৫ কিমি, আরও শক্তি সঞ্চয় করছে 'তৌকতাই', ভাসছে কেরল

.