সিনেমার কায়দায় চলন্ত ট্রেনে ডাকাতি

সিনেমার মত। একেবারে সিনেমার মত। চলন্ত ট্রেনে ডাকাত দলের হামলা। লুঠ টাকাপয়সা সহ গহনা। ১০০ জন প্যাসেঞ্জার নিয়ে সুলতানপুর এক্সপ্রেস পার করেছিল উত্তরপ্রদেশের রামপুর। আরও ২৯০ কিলোমিটার পথ চলার পরই যাত্রীদের ওপর হঠাৎ হামলা। গলায় চাকু ঠেকিয়ে মুখে কালো কাপড় বাঁধা কিছু মানুষ যাত্রীদের বলছেন, "যো কুছ আপনে পাস হে, মুঝে দে"। ওরা কি ডাকাত? হ্যাঁ। চিৎকার করারও সাহস নেই। কাউর গলায় চাকু তো কেউ বন্দুকের নিশানায়। যাত্রীদের কাছে সব লুঠ করে পালিয়ে যায় গোটা ডাকাত দল।

Updated By: Apr 21, 2016, 08:05 PM IST
সিনেমার কায়দায় চলন্ত ট্রেনে ডাকাতি

ওয়েব ডেস্ক: সিনেমার মত। একেবারে সিনেমার মত। চলন্ত ট্রেনে ডাকাত দলের হামলা। লুঠ টাকাপয়সা সহ গহনা। ১০০ জন প্যাসেঞ্জার নিয়ে সুলতানপুর এক্সপ্রেস পার করেছিল উত্তরপ্রদেশের রামপুর। আরও ২৯০ কিলোমিটার পথ চলার পরই যাত্রীদের ওপর হঠাৎ হামলা। গলায় চাকু ঠেকিয়ে মুখে কালো কাপড় বাঁধা কিছু মানুষ যাত্রীদের বলছেন, "যো কুছ আপনে পাস হে, মুঝে দে"। ওরা কি ডাকাত? হ্যাঁ। চিৎকার করারও সাহস নেই। কাউর গলায় চাকু তো কেউ বন্দুকের নিশানায়। যাত্রীদের কাছে সব লুঠ করে পালিয়ে যায় গোটা ডাকাত দল।

রেলওয়ে পুলিসের কাছে যতক্ষণে খবর পৌঁছায় ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। পরের স্টেশন মোরাদাবাদের পুলিস ঘটনাস্থলে এসে যাত্রীদের থেকে অভিযোগ শোনে। ঘটনার তদন্তে পুলিস।

.