সত্যযুগে ইন্টারনেট, বিপ্লবের পাশে তথাগত
মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে তথাগত বুধবার ট্যুইট করেন, ‘ত্রিপুরার মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা প্রাসঙ্গিক। কারণ পৌরানিক কাহিনীতে ‘পুস্পক রথ’ বা ‘দিব্যদৃষ্টি’-র মতো বিষয়ের উল্লেখ রয়েছে। এসব মুখ্যমন্ত্রীর দাবিকেই সমর্থন করে
নিজস্ব প্রতিবেদন: সত্যযুগে ইন্টারনেট প্রসঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বক্তব্যকেই সমর্থন করলেন সেরাজ্যের রাজ্যপাল তথাগত রায়।
মঙ্গলবার আগরতলায় দলের এক অনুষ্ঠানে বিপ্লব কুমার দেব বলেন, ‘মহাভারতের যুগেও ইন্টারনেট ও উপগ্রহ প্রযুক্তি ছিল’। মুখ্যমন্ত্রীর এমন আজগুবি বয়ান নিয়ে হাসাহাসি শুরু হয় দেশজুড়ে। সেসবের পরোয়া না করেই এদিন বিপ্লবের পাশে দাঁড়ালেন তথাগত রায়।
আরও পড়ুন-কালবৈশাখীর তাণ্ডবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে মৃত ১৪
এদিন বিপ্লব দেব বলেন, ‘ইন্টারনেট ও কৃত্রিম উপগ্রহ তাদের আবিষ্কার বলে দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলি। কিন্তু এগুলি আসলে ভারতেরই প্রযুক্তি। তা না হলে কীভাবে সঞ্জয় কুরুক্ষেত্র যুদ্ধের অনুপুঙ্খ বর্ণনা ধৃতরাষ্ট্রকে দিতেন। এর অর্থ মহাভারতের সময়ে ইন্টারনেট ও স্যাটেলাইট টেকনোলজি ছিল।’
Tripura Chief Minister’s observations about the happenings of the Puranic period are topical. It is virtually impossible to conceive of devices like ‘Divya drishti’,Pushpaka Ratha’,etc without some kind of prototype and study thereon
— Tathagata Roy (@tathagata2) April 18, 2018
আরও পড়ুন-লালবাজারে শামি, বয়ান রেকর্ডের পর দাদার সঙ্গে মুখোমুখি জেরার সম্ভবনা
মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে তথাগত বুধবার ট্যুইট করেন, ‘ত্রিপুরার মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা প্রাসঙ্গিক। কারণ পৌরাণিক কাহিনীতে ‘পুষ্পক রথ’ বা ‘দিব্যদৃষ্টি’-র মতো বিষয়ের উল্লেখ রয়েছে। এসব মুখ্যমন্ত্রীর দাবিকেই সমর্থন করে।’