Tripura Election Result: ৫১-০, আগরতলায় হোয়াইটওয়াশ করল BJP; ২৬ ওয়ার্ডে দ্বিতীয় TMC
১ কর্পোরেশন, ১৩টি পুর পরিষদ এবং ৬টি নগর পঞ্চায়েতে নির্বাচনের গণনা।
নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় পুরভোটের গণনা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ১৩টি পুরসভা এবং ৬টি নগর পঞ্চায়েতের নির্বাচনের গণনা। ষোলটি কাউন্টিং সেন্টারে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। গণনাকক্ষ থেকে গণনাকেন্দ্র, মোতায়েন BSF এবং CRPF। কাউন্টিং হলের বাইরেও নিরাপত্তায় মোতায়েন রাজ্য পুলিস এবং ত্রিপুরা স্টেট রাইফেলস। কোভিড বিধি মেনে গণনায় জোর। সকাল ৮টা থেকে গণনা শুরু। মোট ৩৩৪টি ওয়ার্ডের মধ্যে ১১২টিতে ইতিমধ্যে জিতে গিয়েছে বিজেপি (BJP)। আগেই মোহনপুর, উদয়পুর, রানিরবাজার, শান্তিরবাজার, বিশালগড় পুরসভা এবং কমলপুর ও জিরানিয়া নগর পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে শাসকদল।
বৃহস্পতিবারের পুরভোটে হামলা, মারধর, ভোটদানে বাধা দেওয়ার বিস্তর অভিযোগ করেন বিরোধীরা। তৃণমূল ও বামেদের অভিযোগ তাঁদের প্রার্থীদের নিগ্রহ করা হয়েছে। সমস্ত অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। যদিও সব অভিযোগ খারিজ করেছে ত্রিপুরার শাসকদল। ফলাফল ঘোষণার পর যাতে কোনও হিংসা না হয়, সেজন্য কর্মী-সমর্থকদের উদ্দেশে আগাম বার্তা দিয়েছে বিপ্লব দেব (Biplab Deb) সরকার।
5.10 pm: শেষপর্যন্ত বিজেপির ঝুলিতে এল ৩২৯ ওয়ার্ড। অন্যদিকে বিরোধীরা দখল করল মাত্র ৫টি আসন। উদয়পুর, শান্তিরবাজার, মোহনপুর, রানিরবাজার, কামালপুর, বিশালগড়ে ১০০ শতাংশ আসনেই জয়ী বিজেপি।
3.05 pm: আগরতলার ক্লিন সুইপ বিজেপির। ৫১টি ওয়ার্ডের মধ্য়ে সব কটিতে জিতল গেরুয়া শিবির। চমকপ্রদ ফলাফল তৃণমূল কংগ্রেসের। বামেদের পিছনে ফেলে ২৬টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে অর্থাৎ প্রধান বিরোধী হয়ে ঘাসফুল শিবির। ৫০ ও ৫১ নম্বর ওয়ার্ড বাদ দিয়ে বিজেপি পেয়েছে ৫৬.৮৮ শতাংশ, তৃণমূল ২০.৬৬ শতাংশ, সিপিএম ১৮.৪৭ শতাংশ এবং কংগ্রেস ১.৭৭ শতাংশ ভোট।
Humbly extend my gratitude to the people of Tripura for giving us the right mandate to stop TMC's smear campaign & keeping faith on BJP's model of Governance.
A heartiest congratulations to our brethren of BJP workers from Tripura. pic.twitter.com/F86hqY1Bgs
— Dilip Ghosh (@DilipGhoshBJP) November 28, 2021
2.20 pm: তেলিয়ামুড়ায় ১৫টি আসন জিতেছে বিজেপি। এর মধ্যে ১৩টি ওয়ার্ডে প্রধান বিরোধী হয়েছে তৃণমূল। আমবাসায় ১২টি আসন পেয়েছে বিজেপি। একটি করে আসন পেয়েছে তৃণমূল, সিপিএম এবং TIPRA। ১০টি ওয়ার্ডে দ্বিতীয় স্থান পেয়েছে তৃণমূল।
This is only the beginning!
We thank the people of Tripura and Maa Tripureshwari for blessing us abundantly.
Despite rigging, threats, violence - we stand firmly as the strongest Opposition in the state. Your RUTHLESS ANARCHY will soon come to an end @BjpBiplab!
Keep watching.
— AITC Tripura (@AITC4Tripura) November 28, 2021
12.20 Noon: আগরতলা পুরসভার দখল নিল বিজেপি (BJP)। ৫১ ওয়ার্ডের আগরতলা পুরসভায় ম্যাজিক ফিগার ছুঁল গেরুয়া শিবির। এখনও পর্যন্ত ২৬টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা হয়েছে। সবকটিতেই জিতেছে বিজেপি (BJP)।
11.25 am: ত্রিপুরায় গেরুয়া ঝড়। আরগতলা পুরসভায় এখনও পর্যন্ত ২০টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা হয়েছে। সবকটিতে জয়ী গেরুয়া শিবির। ১২টিতে দ্বিতীয় স্থানে তৃণমূল কংগ্রেস। সোনামুড়া, কুমারঘাট, মেলাঘর এলাকাতেও বোর্ড বিজেপির দখলে।
Tripura Election Result: পুরভোটে আগরতলায় গেরুয়া ঝড়, বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস#TripuraElectionResult #TripuraMunicipalElection#Tripura #bjp #tmc pic.twitter.com/eqee7PsPEu
— zee24ghanta (@Zee24Ghanta) November 28, 2021
10.50 am: আমবাসায় খাতা খুলল তৃণমূল। একটি ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। খোয়াই পুর পরিষদে ১৫টির মধ্যে সবকটিতেই জয়ী বিজেপি। আগেই ৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল বিজেপি। বাকি ৮ আসনের সবকটিতেই জয়ী বিজেপি।
Under @BjpBiplab's instructions, @BJP4Tripura goons unleashed an unimaginable amount of violence during polls! By attacking our leaders, candidates & workers, rigging the polls and threatening voters they have proven that there is indeed a dearth of Democracy in the state. pic.twitter.com/Rky0A3qiz4
— AITC Tripura (@AITC4Tripura) November 27, 2021
10.40 am: ৪ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি মনোনীত প্রার্থী সুপর্ণা দেবনাথ এবং ৩৮নং ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী অঞ্জনা দাস। আগরতলা পুরসভার ১,৩,৪,১৮,২০,২১,৩৫,৩৬ নম্বর ওয়ার্ডে দ্বিতীয় স্থানে তৃণমূল।
10.30 am: ২২ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপির (BJP) হিমানী দেব বর্মা। প্রাপ্ত ভোট ১৪২২। ৪১২ ভোটে জয়ী। দ্বিতীয় তৃণমূল। TMC-র ভোট ১০১০। সিপিএম ৬৮১, কংগ্রেস ১০৩।
10.20 am: ১৯ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি (BJP) প্রার্থী ভাস্বতী দেববর্মা এবং ৩৫ নম্বর ওয়ার্ডে জয়ী তুষারকান্তি ভট্টাচার্য।
Tripura Election Result: পুরভোট ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী#TripuraElectionResult #TripuraMunicipalElection pic.twitter.com/HgEz4xGKyp
— zee24ghanta (@Zee24Ghanta) November 28, 2021
10.00 am: আগরতলার ২১ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপির আলোক ভট্টাচার্য। ১৭০৩ ভোটে জয়ী। দ্বিতীয় তৃণমূল কংগ্রেস। ৩৬ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী নিতু দে।
9.40 am: আগরতলার ২০ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী রত্না দত্ত। দ্বিতীয় তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থীর জয়ের ব্যবধান ৩৮৬।
8.40 am: আগরতলার ১৮ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী অভিষেক দত্ত। ৬৫৪ ভোটে জয়ী। তাঁর প্রাপ্ত ভোট ১৮৮০। প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস প্রার্থী নীলকমল সাহা পেয়েছেন ১২২৬টি ভোট। তৃণমূল নেতা সুবল ভৌমিক বলেন, "ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় এই ধরনের নির্বাচন দেখতে হয়নি। তৃণমূল কংগ্রেস দাঁতে দাঁত চেপে লড়াই করেছে। এত বড় স্বৈরাচারি শক্তির সঙ্গে লড়াই করতে আমাদের সৈন্যরা প্রস্তুত। আমাদের রাজ্যে এমন ভোট দেখিনি। সমস্ত বুথ দখল করে, ছাপ্পা মেরে ভোট হয়েছে।"
আরও পড়ুন: Omicron (B.1.1.529): বেঙ্গালুরুতে করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকার ২ নাগরিক, দেশেও ঢুকল নয়া প্রজাতি?
আরও পড়ুন: সংঘাত আরও তীব্র, Congress-র ডাকা বিরোধী বৈঠকে থাকবে না TMC, একই পথে সপা-আপ!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)