করোনা জীব, ওর বাঁচার অধিকার রয়েছে, ব্যাখ্যা BJP নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর
ত্রিবেন্দ্রর (Trivendra Singh Rawat) মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মস্করা শুরু করে দিয়েছেন নেটিজেনরা।
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসও (Coronavirus) জীব। তার বাচার অধিকার রয়েছে। এমন মন্তব্য করে নেটিজেনদের মস্করার পাত্র হলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত (Former CM Trivendra Singh Rawat)।
বৃহস্পতিবার ত্রিবেন্দ্র (Trivendra Singh Rawat) বলেন,''বিষয়টি দার্শনিক দৃষ্টিভঙ্গিতে দেখুন। করোনাভাইরাস একটা প্রাণী। আমরাও তাই। আমরা নিজেদের বেশি বুদ্ধিমান ভাবি। কিন্তু ওই প্রাণীটিও বাঁচতে চায়। তার বাঁচার অধিকার আছে। আমরা তার পিছনে পড়ে রয়েছি। বাঁচার জন্য রূপ বদলাচ্ছে ওই ভাইরাস। এখন সেটি বহুরূপী হয়ে গিয়েছে।''
Corona Virus deserves to live, it has a right to life- BJP legislator and until recently Uttarakhand CM Trivendra Singh Rawat pic.twitter.com/jZXWjTYLct
— Dushyant (@atti_cus) May 14, 2021
ত্রিবেন্দ্রর (Trivendra Singh Rawat) মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মস্করা শুরু করে দিয়েছেন নেটিজেনরা। নানা ধরনের কৌতূক ছবি টুইট করেছেন তাঁরা। জনৈক নেটিজেনের খোঁচা, 'ভাইরাসকে সেন্ট্রাল ভিস্তায় আশ্রয় দেওয়া হোক।'
Trivendra Singh Rawat to virus... pic.twitter.com/CPnUqXavar
— Aditya Srivastava (@adi_shriwas) May 14, 2021
Memer to Trivendra Singh Rawat#TrivendraSinghRawat pic.twitter.com/NLnBuSDYpX
— Neel Kamal (@NeelKam71287835) May 14, 2021
Need of the hour#TrivendraSinghRawat pic.twitter.com/JVbX2LXBRa
— SaReGaMa (@Soby68255147) May 14, 2021
After listening Bjp minister Trivendra Singh Rawat's statement
Corona virus be like____#TrivendraSinghRawat pic.twitter.com/iyIsF9cmVa— Pretty (@Prettyrationals) May 14, 2021
#TrivendraSinghRawat
when corona have living rights pic.twitter.com/fUqANGu1Mp— Manish (@mvashisht989) May 14, 2021
উত্তরাখণ্ড প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি সূর্যকান্ত ধসমনার প্রতিক্রিয়া,''বোকা বোকা কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মাথা খারাপ হয়ে গিয়েছে ওঁর। দূরদৃষ্টি না থাকায় মুখ্যমন্ত্রিত্বও কেড়ে নিয়েছে দল।''
আরও পড়ুন- 'সঙ্গম করতে যেতে চান', লকডাউনে ই-পাসের জন্য আবেদন কেরলে