করোনা জীব, ওর বাঁচার অধিকার রয়েছে, ব্যাখ্যা BJP নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

ত্রিবেন্দ্রর  (Trivendra Singh Rawat) মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মস্করা শুরু করে দিয়েছেন নেটিজেনরা। 

Updated By: May 14, 2021, 07:27 PM IST
করোনা জীব, ওর বাঁচার অধিকার রয়েছে, ব্যাখ্যা BJP নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসও (Coronavirus) জীব। তার বাচার অধিকার রয়েছে। এমন মন্তব্য করে নেটিজেনদের মস্করার পাত্র হলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত (Former CM Trivendra Singh Rawat)।

বৃহস্পতিবার ত্রিবেন্দ্র (Trivendra Singh Rawat) বলেন,''বিষয়টি দার্শনিক দৃষ্টিভঙ্গিতে দেখুন। করোনাভাইরাস একটা প্রাণী। আমরাও তাই। আমরা নিজেদের বেশি বুদ্ধিমান ভাবি। কিন্তু ওই প্রাণীটিও বাঁচতে চায়। তার বাঁচার অধিকার আছে। আমরা তার পিছনে পড়ে রয়েছি। বাঁচার জন্য রূপ বদলাচ্ছে ওই ভাইরাস। এখন সেটি বহুরূপী হয়ে গিয়েছে।''   

 

ত্রিবেন্দ্রর  (Trivendra Singh Rawat) মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মস্করা শুরু করে দিয়েছেন নেটিজেনরা। নানা ধরনের কৌতূক ছবি টুইট করেছেন তাঁরা। জনৈক নেটিজেনের খোঁচা, 'ভাইরাসকে সেন্ট্রাল ভিস্তায় আশ্রয় দেওয়া হোক।'       

 

উত্তরাখণ্ড প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি সূর্যকান্ত ধসমনার প্রতিক্রিয়া,''বোকা বোকা কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মাথা খারাপ হয়ে গিয়েছে ওঁর। দূরদৃষ্টি না থাকায় মুখ্যমন্ত্রিত্বও কেড়ে নিয়েছে দল।''             

আরও পড়ুন- 'সঙ্গম করতে যেতে চান', লকডাউনে ই-পাসের জন্য আবেদন কেরলে
 

.