Freedom of Expression নিয়ে টুইটারের 'উদ্বেগে'র কড়া নিন্দা ভারতের
টুইটারের উচিত বিনাপ্রশ্নে দেশের আইন মেনে নেওয়া, জানাল কেন্দ্র
![Freedom of Expression নিয়ে টুইটারের 'উদ্বেগে'র কড়া নিন্দা ভারতের Freedom of Expression নিয়ে টুইটারের 'উদ্বেগে'র কড়া নিন্দা ভারতের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/05/27/322307-twitcg.jpg)
নিজস্ব প্রতিবেদন: ভারতের নতুন ডিজিটাল বিধিতে সম্মত হওয়ার ইঙ্গিত দিয়েও 'ফ্রিডম অফ এক্সপ্রেশন' নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল টুইটার কর্তৃপক্ষ। এবার কেন্দ্র তার কড়া নিন্দা করল।
The Ministry of Electronics and Information Technology বৃহস্পতিবার Twitter-এর বিবৃতির প্রতিক্রিয়া জানাল। তারা India-য় freedom of expression নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। Government জানাল, কোনও বিষয়ে এলোপাথাড়ি মন্তব্য না করে টুইটার বিনাপ্রশ্নে বরং এখানকার নিয়মটি মেনে নিক।
আরও পড়ুন: বিধি মানতে রাজি? 'শীঘ্র, সম্ভব হলে আজই জানান', ফেসবুক-টুইটারকে কড়া চিঠি কেন্দ্রের
কেন্দ্র এ কথা জানাতে ভোলেনি, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র এই দেশে বহু শতাব্দী ধরে মুক্তচিন্তা ও বাকস্বাধীনতার গৌরবান্বিত ঐতিহ্য বিরাজ করছে। তা নিয়ে টুইটারের প্রশ্ন না তোলাই ভাল।
Digital Law মেনে নেওয়ার প্রশ্নে Twitter যে সব প্রশ্ন তুলে দিয়েছে তা যে ভারতের মতো একটি দেশের ঐতিহ্য ও নীতির প্রতি অনাস্থা জ্ঞাপনেরও সামিল, তা-ও স্পষ্ট করেছে কেন্দ্র।
আইনকানুন নির্ধারণ করা যে কোনও দেশের একান্ত নিজস্ব অধিকার এবং সামান্য এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়ে টুইটারের কোনও অধিকারই নেই, সেই আইন নিয়ে কোনও নির্দেশিকার ইঙ্গিতমাত্র করা।
আরও পড়ুন: নতুন ডিজিটালবিধিতে সম্মত হয়েও Freedom of Expression নিয়ে উদ্বিগ্ন টুইটার