৫ দিনের ব্যবধানে ফের মাও হামলা, ছত্তিশগড়ে নিহত ২ বিএসএফ জওয়ান

সকালে একটি মাওবাদী দমন অভি‌যান থেকে পাতরাপুর ক্যাম্পে ফিরছিল বিএসএফের ১১৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। সে সময় তাদের ওপরে অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা

Updated By: Jul 15, 2018, 01:27 PM IST
৫ দিনের ব্যবধানে ফের মাও হামলা, ছত্তিশগড়ে নিহত ২ বিএসএফ জওয়ান

নিজস্ব প্রতিবেদন: ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলার মুখে নিরাপত্তাবাহিনী। রবিবার সকালে ছত্তিশগড়ের কাঁকের জেলায় মাওবাদীদের হামলায় মৃত্যু হল ২ বিএসএফ জওয়ানের।

আরও পড়ুন-জনসমক্ষে কেঁদে ফেললেন কুমারস্বামী, কর্ণাটকে গেরুয়া সরকারের ইঙ্গিত? 

এদিন সকালে একটি মাওবাদী দমন অভি‌যান থেকে পাতরাপুর ক্যাম্পে ফিরছিল বিএসএফের ১১৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। সে সময় তাদের ওপরে অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। শুরু হয়ে ‌যায় গুলির লড়াই। বিএসএফ পাল্টা গুলি চালালে জঙ্গলের গভীরে পালিয়ে ‌যায় মাওবাদীরা।

ছত্তিশগড়ের ডেপুটি আইজি (মাওবাদী অপারেশন) সুন্দররাজ পি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, লোকনাখ সিং ও মুকদিয়ার সিং নামে দুই বিএসএফ কনস্টেবলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন সুদীপ দে নামে অন্য এক কনস্টেবল।

আরও পড়ুন-ইংল্যান্ডকে হারিয়ে রাশিয়ায় তৃতীয় বেলজিয়াম

গোলগুলির খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে হাজির হয় ১১৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। তখন অবশ্য পালিয়ে গিয়েছে মাওবাদীরা।

উল্লেখ্য, গত ৯ জুলাই বিএসএফের ১২১ নম্বর ব্যাটালিয়নের ওপরে হামলা চালায় মাওবাদীরা। আইইডি বিস্ফোরণে নিহত হন ২ জওয়ান।

.