অসম রাইফেলসের কনভয়ে জঙ্গি হামলা, মৃত দুই জওয়ান

বার বার দেশে নিরাপত্তারক্ষী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেই চলেছে। পাঠানকোট থেকে উরি, একের পর এক হামলার শিকার ভারতীয় সেনা জওয়ানরা। এবার অসম-অরুণাচল প্রদেশ সীমান্তের জয়রামপুরে জঙ্গি হামলায় অসম রাইফেলসের দুই জওয়ানের মৃত্যু হল।

Updated By: Jan 22, 2017, 03:12 PM IST
অসম রাইফেলসের কনভয়ে জঙ্গি হামলা, মৃত দুই জওয়ান
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : বার বার দেশে নিরাপত্তারক্ষী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেই চলেছে। পাঠানকোট থেকে উরি, একের পর এক হামলার শিকার ভারতীয় সেনা জওয়ানরা। এবার অসম-অরুণাচল প্রদেশ সীমান্তের জয়রামপুরে জঙ্গি হামলায় অসম রাইফেলসের দুই জওয়ানের মৃত্যু হল।

আরও পড়ুন- ভারতীয় জওয়ান চান্দু চহ্বানকে ফেরত পাঠিয়ে পাকিস্তানের 'গুডউইল' বার্তা

জানা গেছে, আজ সকালে অরুনাচল প্রদেশের চাংল্যান জেলায় অসম রাইফেলসের কনভয়ে হামলা চালায় ULFA  ও NSCN(K) জঙ্গিগোষ্ঠীর সদস্যরা। গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয় সেনার একটি গাড়ি।

অসম সীমান্তে ৫৩ নম্বর জাতীয় সড়কের কাছাকাছি হামলার জায়গাটি হওয়ায় নিরাপত্তা বাহিনী আগে থেকেই সতর্ক ছিল। ফলে, হামলার সঙ্গে সঙ্গেই জঙ্গিদের সঙ্গে শুরু হয়ে যায় গুলির লড়াই। সংঘর্ষ এখনও চলছে। গত ১৬ জানুয়ারি অসম রাইফেলসের জওয়ানদের ওপর হামলা চালায় জঙ্গিরা। মায়ানমার-ভারত সীমান্তের ওই হামলায় ২ জওয়ান নিহত হন।

.