লালকেল্লা-কাণ্ডে UAPA মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে, জানাল দিল্লি পুলিস
প্রজাতন্ত্র দিবসে বিক্ষোভরত কৃষকদের ট্রাক্টর অভিযান কাণ্ডে দিল্লি পুলিস একটি sedition case দায়ের করল।
নিজস্ব প্রতিবেদন: প্রজাতন্ত্র দিবসে বিক্ষোভরত কৃষকদের ট্রাক্টর অভিযান কাণ্ডে দিল্লি পুলিস একটি sedition case দায়ের করল।
পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে। যারা এই হিংসার ঘটনায় জড়িত বলে প্রমাণিত হবে তারা শাস্তি পাবে। দেখা হবে, বাইরে থেকেও কোনও ইন্ধন জোগানোর ঘটনা ঘটেছে কিনা। তেমন হলেও তারও বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা নেওয়া হবে।
THE UNLAWFUL ACTIVITIES (PREVENTION) ACT অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি পুলিস।
যে এফআইআর দায়ের করেছে পুলিস সেখানে অভিযোগ করে বলা হয়েছে, দুপুর বারোটা ১৫ নাগাদ ওই দিন প্রায় ৩০-৪০টি ট্রাক্টর রাজঘাট থেকে আসে, সঙ্গে ১৫০টি মোটরবাইকও ছিল বলে জানিয়েছে পুলিস। তাতে বাধা দিলে পুলিসের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ৩০০-র বেশি পুলিস কর্মী আহত হন।
Also Read: বৃহস্পতিবার রাতেই ছাড়তে হবে বিক্ষোভস্থল, কৃষকদের নির্দেশ গাজিয়াবাদ ডিএমের