১৭ বছরের ক্যান্সার আক্রান্তের একদিনর ডিন হওয়ার স্বপ্নপূরণ উদয়পুর মেডিক্যাল কলেজে
ছেলেটি স্বপ্ন দেখে মেডিক্যাল কলেজের ডিন হওয়ার। কিন্তু শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ক্যান্সার। তবে ক্যান্সার রুখতে পারেনি তার স্বপ্নপূরণ। একদিনের জন্য হলেও মেডিক্যাল কলেজের অধ্যক্ষের আসনে বসেছে ১৭ বছরের হেমন্ত লোহার।
ওয়েব ডেস্ক: ছেলেটি স্বপ্ন দেখে মেডিক্যাল কলেজের ডিন হওয়ার। কিন্তু শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ক্যান্সার। তবে ক্যান্সার রুখতে পারেনি তার স্বপ্নপূরণ। একদিনের জন্য হলেও মেডিক্যাল কলেজের অধ্যক্ষের আসনে বসেছে ১৭ বছরের হেমন্ত লোহার।
উদয়পুরের প্যাসিফিক মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন হেমন্ত। তার স্বপ্নপূরণে উদ্যোগী হয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। একদিনের জন্য অধ্যক্ষের আসনে বসার ব্যসস্থা করে দিয়েছে তারাই। শুধু তাই নয়, হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন লোহারের চিকিত্সাও সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।
গোগুণ্ডার বাসিন্দা হেমন্তের ক্যানসার এখন চতুর্থ স্তরে। মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা. এসএস সুরানা বলেন, আমরা খুব খুশি যে হেমন্তের স্বপ্ন পূরণ করতে পেরেছি। সব রোগীদের স্বপ্ন যদি পূরণ করতে পারি তবে আমি খুব খুশি হবো।