দুর্গাশক্তি নাগপালের সাসপেনশন তুলে নিল উত্তরপ্রদেশ সরকার

দুর্গাশক্তি নাগপালের সাসপেনশন তুলে নিল উত্তরপ্রদেশ সরকার। গতকালই তিনি মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন। গত মাসে মুলায়ম সিং যাদবের সঙ্গেও দেখা করেছিলেন দুর্গাশক্তি। তারপর থেকেই সাসপেনশন উঠে যাওয়া নিয়ে যে জল্পনা চলছিল আজ তাতে ইতি পড়ল।

Updated By: Sep 22, 2013, 09:34 PM IST

দুর্গাশক্তি নাগপালের সাসপেনশন তুলে নিল উত্তরপ্রদেশ সরকার। গতকালই তিনি মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন। গত মাসে মুলায়ম সিং যাদবের সঙ্গেও দেখা করেছিলেন দুর্গাশক্তি। তারপর থেকেই সাসপেনশন উঠে যাওয়া নিয়ে যে জল্পনা চলছিল আজ তাতে ইতি পড়ল।
২৭ জুলাই দুর্গাশক্তি নাগপালকে সাসপেন্ড করে উত্তরপ্রদেশ সরকার। দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে সমাজবাদী পার্টি। দুর্গাশক্তির সঙ্গে যাতে কোনও অন্যায় না হয়, সে জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন সোনিয়া গান্ধী।
নয়ডার কাছে গৌতমবুদ্ধ নগর জেলায় মহকুমাশাসকের পদে কর্মরত ছিলেন এই আইএএস অফিসার। কাড়ালপুর গ্রামে সরকারি জমিতে নির্মীয়মান ধর্মীয়স্থানের দেওয়াল ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। তাঁর এই সিদ্ধান্তে সাম্প্রদায়িক
সম্প্রীতি নষ্ট হবে, এই যুক্তিতে দুর্গাশক্তি নাগপালকে সাসপেন্ড করে উত্তরপ্রদেশ সরকার। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও পরে তাঁকে চার্জশিটও ধরানো হয়।
দুর্গাশক্তির যুক্তি ছিল, তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পদক্ষেপ করেছেন। আইএএস আধিকারিকদের সংগঠনও তাঁর পাশে দাঁড়ায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, সমাজবাদী পার্টি নেতা আজম খান প্রকাশ্যেই দুর্গাশক্তির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। রাজ্য সরকার ধর্মীয়স্থান ভাঙার কথা বললেও বাস্তবে, বালি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের জন্য ২৮ বছরের এই আইএএস অফিসারকে রাজরোষে পড়তে হল বলে অভিযোগ ওঠে।
গতমাসে, সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিং যাদবের সঙ্গে দেখা করেন দুর্গাশক্তি নাগপাল। শনিবার, স্বামীকে সঙ্গে নিয়ে অখিলেশ যাদবের সঙ্গে দেখা করে নিজের কাজের ব্যাখ্যা দেন তিনি। এরপরই রবিবার, দুর্গাশক্তির সাসপেনশন তুলে নেওয়ার কথা ঘোষণা করল উত্তপ্রদেশ সরকার। দুদিনের মধ্যে তাঁকে নতুন পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

.