UP Murder: ফের যোগী-রাজ্যে নির্মমতা! দলিত মহিলাকে ধর্ষণ করে টুকরো টুকরো দেহ...
পুলিস অফিসার সন্দীপ তিওয়ারি বলেছেন যে তারা রাজকুমার শুক্লা, তার ভাই বাউয়া শুক্লা এবং রামকৃষ্ণ শুক্লার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এরা সবাই পলাতক বলে জানা গিয়েছে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব উত্তরপ্রদেশের মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার জন্য রাজ্য সরকারের নিন্দা করেছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বান্দার একটি গ্রামে ধর্ষণ ও হত্যার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে ৪০ বছর বয়সী এক দলিত মহিলাকে তিনজন পুরুষ নির্মমভাবে হত্যা করেছে এবং তার দেহকে কেটে তিন ভাগে ভাগ করে দিয়েছে। মঙ্গলবার রাজকুমার শুক্লার আটার মিল পরিষ্কার করতে গিয়েছিলেন ওই মহিলা। তার মেয়ের বয়স ২০ বছর। সে বাড়িতে ফিরে এসে দেখে ঘর তালাবদ্ধ। সেখান থেকে তার মায়ের কান্নার আওয়াজ শুনতে পায় সে। অবশেষে দরজা খুললে সে নিজের মায়ের বিকৃত দেহের বিভীষিকাময় দৃশ্য দেখে পুলিসকে ফোন করে।
পুলিস অফিসার সন্দীপ তিওয়ারি বলেছেন যে তারা রাজকুমার শুক্লা, তার ভাই বাউয়া শুক্লা এবং রামকৃষ্ণ শুক্লার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এরা সবাই পলাতক বলে জানা গিয়েছে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব উত্তরপ্রদেশের মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার জন্য রাজ্য সরকারের নিন্দা করেছেন।
আরও পড়ুন: ক্যাম্পাসে ঢুকে জোর করে ছাত্রীকে চুম্বন, পোশাক ছিঁড়ে বিবস্ত্র করল ৩ বাইকার! বিক্ষোভে উত্তাল IIT-BHU
তিনি X প্লাটফর্মে ট্যুইট করে লিখেছেন যে দলিত মহিলার ধর্ষণ ও হত্যার খবর হৃদয়বিদারক। তিনি বলেন, উত্তরপ্রদেশের মহিলারা ভীত ও ক্ষুব্ধ। তিনি আরও একটি ঘটনার উল্লেখ করেছেন যেখানে আইআইটি-বিএইচইউ-এর এক মহিলা ছাত্রীর জামা খুলে নেওয়া হয় এবং শ্লীলতাহানির পর তাঁর ছবি তোলা হয়েছিল।
আরও পড়ুন: Delhi AQI Plummets to Severe: দিল্লিতে ভয়ংকর সকাল, ধোঁয়ার চাদরে গায়েব ইন্ডিয়া গেট!
তিনি বলেছিলেন যে এই ঘটনাটি উত্তর প্রদেশের আইনশৃঙ্খলার পতনের ছবি দেখিয়েছে এবং বিজেপির জিরো টলারেন্সের মিথ্যা দাবিকে সকলের সামনে প্রকাশ করেছে।
তিনি আরও বলেছিলেন যে উত্তরপ্রদেশের মহিলারা বিজেপি সরকারের উপর সমস্ত আস্থা হারিয়ে ফেলেছে এবং এর থেকে তাদের কোনও আশা নেই। তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আইআইটি-বিএইচইউ-এর ছাত্রদের বিক্ষোভের একটি ভিডিয়োও শেয়ার করেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)