উসমান আমার ছেলে, দাবি পাক নাগরিক মহম্মদ ইয়াকুবের
কাশ্মীরে ধরা প়ডা লস্কর-ই-তইবা জঙ্গি উসমান খান ওরফে মহম্মদ নাভেদের নাগরিকত্ব প্রশ্নে যখন মারমুখী দুই দেশ, তখনই নিজেকে উসমানের বাবা বলে দাবি করলেন এক পাক নাগরিক।
ওয়েব ডেস্ক: কাশ্মীরে ধরা প়ডা লস্কর-ই-তইবা জঙ্গি উসমান খান ওরফে মহম্মদ নাভেদের নাগরিকত্ব প্রশ্নে যখন মারমুখী দুই দেশ, তখনই নিজেকে উসমানের বাবা বলে দাবি করলেন এক পাক নাগরিক।
মহম্মদ ইয়াকুব নামের ওই ব্যক্তি এক ইংরেজি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন লস্কর-ই-তইবা ও পাকসেনার থেকে প্রাণনাশের আশঙ্কা রয়েছে তার ছেলের। ওই সংবাদ মাধ্যম সূত্রে খবর ফৈজলাবাদের আঞ্চলিক পঞ্জাবি ভাষায় কথা বলেছেন ইয়াকুব। উসমান গ্রেফতার হলেও এখনও উধমপুর বিস্ফোরণের মূলচক্রীর খোঁজ চালাচ্ছে গোয়েন্দারা। গত ৯ জুন গোয়েন্দাদের চোখে ধুলো দিয়েই পালিয়ে যান অন্যতম মূলচক্রী আবু কাসিম। সূত্রে খবর, গত ২-৩ বছর ধরে কাশ্মীরে রয়েছেন কাসিম। সেখান থেকেই বিভিন্ন হামলার ছক কষেন তিনি।
গতকাল বিএসএফ কনভয়ে হামলার সময় ধরা পড়ে যায় উসমান। কাল পুলিসের পর আজ এনআইএ জেরাতেও উঠে এল চাঞ্চল্যকর তথ্য। তাঁর আসল নাম মহম্মদ নভেদ। জেরায়যফের স্বীকার ওসমানের। জানা গেছে, রামজান মাসের আগে কুপওয়ারার তাঙ্ঘদ্বার হয়ে ভারতে ঢোকে দুই জঙ্গি। এরপর পুলওয়ামা এবং হামলার আগে কুলগামে ছিল তারা। তবে হামলার নিশানায় ছিলেন না অমরনাথ যাত্রীরা। জেরায় কবুল ওসমানের।