নিজস্ব প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করবেন বিজেপি নেতা বরুণ গান্ধী। জল্পনা রয়েছে, হয়তো তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারেও তাঁর সঙ্গে তৃণমূল নেত্রীর কথা হতে পারে। এরকম এক পরিস্থিতিতে কৃষি আইন বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে খোঁচা দিলেন মানেকা-পুত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছেন বিজেপি সাংসদ। সেখানে মোট চারটি দাবি করেছেন বরুণ গান্ধী। কেন্দ্র আচমকাই কৃষি আইন বাতিল করায় বরুণ প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন, আগেই যদি কৃষি আইন বাতিল করে দিতেন তাহলে ৭০০ কৃষকের মৃত্যু হতো না। তারা হয়তো এতদিন বেঁচে থাকতেন। যেসব কৃষকদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেককে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন বরুণ।


ক্ষতিপূরণ ছাড়াও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিস কৃষকদের বিরুদ্ধে যেসব মামলা দিয়েছে তা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন বরুণ। এছাড়াও কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য পাওয়া নিশ্চিত করার দাবিও করেছেন তিনি।


বরুণ গান্ধী তাঁর চিঠিতে প্রধানমন্ত্রীকে লিখেছেন, 'তিনটি কৃষি আইন বাতিল করে যে বড় মনের পরিচয় দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। কৃষক আন্দোলন করতে গিয়ে মোট ৭০০ কৃষকের মৃত্যু হয়েছে। আমার মনে হয় কিছুদিন আগে যদি এই সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে ওইসব নিরীহ মানুষদের প্রাণ অকালে ঝরে যেত না। আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে যেসব মিথ্য মামলা করা হয়েছে তা তুলে নিতে হবে।'


আরও পড়ুন-ISL 2021: Daniel Chima-কে নিয়ে আশায় বুক বাঁধছেন SC East Bengal কোচ Manolo Diaz


কৃষক আন্দোলন নিয়ে বরুণ আর লিখেছেন, ' কৃষকদের দাবি মানতে হবে। তাদের ন্যাহ দাবিগুলি না মানলে কৃষক আন্দোলন থামবে না। সব ফসলে তাদের ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে।'


লখিমপুর খেড়িতে আন্দোলনকারী কৃষকদের উপরে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা নিয়ে বরুণ গান্ধী লিখেছেন, 'আমাদের দলের শীর্ষ নেতারা উত্তেজক প্ররোচনা দিয়েছেন। তার ফলেই লখিমকাণ্ড ঘটেছে। ওই ঘটনার সঙ্গে জড়িত কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিন।'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)