ISL 2021: Daniel Chima-কে নিয়ে আশায় বুক বাঁধছেন SC East Bengal কোচ Manolo Diaz
নতুন মরসুম শুরু হওয়ার আগে আত্মবিশ্বাসী এসসি ইস্টবেঙ্গল।
নিজস্ব প্রতিবেদন: প্রথম মরসুমে মাঠে নেমে একেবারেই নজর কাড়তে পারেনি রবি ফাউলারের এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। তবে এ বার নতুন মরসুম শুরু হওয়ার আগে লাল-হলুদের দায়িত্বে স্প্যানিশ কোচ ম্যানুয়েল দিয়াজ (Manolo Diaz)। রবিবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে অভিযান শুরু করবেন অরিন্দম ভট্টাচারজ-মহম্মদ রফিকরা। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন লাল-হলুদের হেড স্যার। সাংবাদিক বৈঠকের নির্বাচিত অংশ তুলে ধরা হল।
প্রশ্ন: গতবার এসসি ইস্টবেঙ্গলের অভিষেক ভাল হয়নি, এ বার কি ঘুরে দাঁড়াতে পারবে আপনার দল?
ম্যানুয়েল দিয়াজ: এটা নতুন মরসুম, নতুন দল। আমরা আত্মবিশ্বাসী, গত বারের তুলনায় এ বার আমরা ভাল খেলব।
প্রশ্ন: পরের ম্যাচই ডার্বি। সেই পরিপ্রেক্ষিতে প্রথম ম্যাচটা আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ?
ম্যানুয়েল দিয়াজ: আপাতত আমরা প্রথম ম্যাচেই মনোনিবেশ করছি। এখনই ডার্বি নিয়ে ভাবছি না। প্রথম ম্যাচে আমাদের আত্মবিশ্বাস জোগাড় করতে হবে। দীর্ঘ প্রস্তুতির পর, আশা করি, আমরা প্রথম ম্যাচে ভাল খেলব।
প্রশ্ন: ড্যানিয়েল চিমা সম্পর্কে আপনার কী ধারণা? উনি কি আপনার আক্রমণ বিভাগের সেরা অস্ত্র?
ম্যানুয়েল দিয়াজ: চিমার স্কিল সম্পর্কে ধারণা হয়েছে আমার। ও সত্যিই খুব ভাল ফুটবলার। ও যেমন গোল করবে, সতীর্থদের গোল করতেও সাহায্য করবে। ওর মতো একজন খেলোয়াড়কে পেয়ে দারুণ লাগছে। তবে পুরো দলকে চিমার পাশে থাকতে হবে। ও তখনই উন্নতি করবে, যখন পুরো দল ওর সঙ্গে থাকবে।
আরও পড়ুন: ISL 2021: Roy Krishna-কে নিয়ে ডার্বি যুদ্ধ জিততে মরিয়া জোড়া গোলদাতা Hugo Boumous
প্রশ্ন: ভারতে আপনার প্রথম মরসুম শুরুর আগে কেমন লাগছে?
ম্যানুয়েল দিয়াজ: এখানে এসে আমার খুব ভাল অভিজ্ঞতা হয়েছে। স্পেনে সব স্তরের ফুটবলে কাজ করে এসেছি। আশা করি এখানেও ভাল কিছু করতে পারব।
প্রশ্ন: এ বার এসসি ইস্টবেঙ্গলের কাছ থেকে কী ধরনের ফুটবল দেখা যাবে?
ম্যানুয়েল দিয়াজ: আমাদের ফুটবলারদের কার কী রকম দক্ষতা, তা জেনে নিয়েছি। যে দল হাতে আছে, তাতে বিভিন্ন স্টাইলে খেলতে পারি আমরা। প্রতি ম্যাচেই বিভিন্ন ধরনের খেলা দেখতে পাবেন হয়তো।
প্রশ্ন: জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আপনাদের পরিকল্পনা কী?
ম্যানুয়েল দিয়াজ: জামশেদপুর দলে কিছু পরিবর্তন হয়েছে ঠিকই। তবে গত বারের বেশির ভাগ ফুটবলারকেই ওরা রেখে দিয়েছে। তাই গত বারের মতো ফুটবলই খেলতে পারে ওরা। আমাদের নতুন দল। আমরা জানি আমাদের কী করতে হবে। আমাদের সেরাটাই দিতে হবে।
প্রশ্ন: দলের বাকি বিদেশিদের নিয়ে আপনার কি ধারণা? ওদেরও তো এটা প্রথম মরসুম?
ম্যানুয়েল দিয়াজ: আমাদের বিদেশি খেলোয়াড়দের অবশ্যই ভাল খেলতে হবে। ওদেরই ফারাক তৈরি করে দিতে হবে। তবে মাত্র চারজন বিদেশি প্রথম এগারোয় থাকতে পারবে। ফলে ওদের পক্ষে কাজটা কঠিন।
প্রশ্ন: স্প্যানিশ কোচেরা ভারতে সফল হচ্ছেন। আপনার কাছে কি এটা চ্যালেঞ্জ?
ম্যানুয়েল দিয়াজ: অজুহাতের কোনও জায়গা নেই। যা করা দরকার, তা আমাদের করতেই হবে। আমার অজুহাত খাড়া করার অভ্যাস নেই। অন্যন্য দলের স্প্যানিশ কোচেরা আইএসএলে অভিজ্ঞ। তবে আমরাও তৈরি।
প্রশ্ন: দলের ভারতীয় খেলোয়াড়দের নিয়ে আপনি সন্তুষ্ট?
ম্যানুয়েল দিয়াজ: আমাদের কাছে এটাই আমাদের সেরা দল। আমাদের এই দল নিয়েই এগিয়ে যেতে হবে ও সব বিভাগে উন্নতি করতে হবে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)