আধার কার্ডে দেওয়া মোবাইল নম্বর ভুলে গেলে কী করবেন? জেনে নিন

Updated By: Aug 19, 2017, 04:33 PM IST
আধার কার্ডে দেওয়া মোবাইল নম্বর ভুলে গেলে কী করবেন? জেনে নিন

ওয়েব ডেস্ক:  আধারের সঙ্গে মোবাইল নম্বর ‌যোগ করা বাধ্যতামূলক হয়ে গেছে। মোবাইল নম্বর ‌যোগ করা না থাকলে আয়কর রির্টান জমা দেওয়া সহ বহু ক্ষেত্রে অসুবিধা হতে পারে। এখন আধার ফর্ম ফিলাপের সময়ে ‌যে মোবাইল নম্বর দিয়েছিলেন তা হয়তো ভুলে গেছেন বা ‌যে ইমেল আইডি দিয়েছিলেন তা মনে নেই। জেনে নিন কীভাবে জানবেন ওই নম্বর বা ইমেল আইডি।

আরও পড়ুন-জিমে তরুণীকে চড়, লাথি, দেখুন ভিডিও  

UIDAI ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কে ক্লিক করুন।

ডানদিকে একটি পার্পেল ট্যাব দেখা ‌যাবে। ওই ট্যাবে একটি অপশন রয়েছে Verify Email/Mobile Number।

আরও পড়ুন-মধ্যরাতে দার্জিলিংয়ে IED বিস্ফোরণ, তদন্তভার নিতে পারে CID

Verify Email/Mobile Number লিঙ্কে ক্লিক করলে অন্য একটি পেজ খুলে ‌যাবে। এখানেই আপনি প্রয়োজনীয় তথ্য পেয়ে ‌যাবেন।

ওই পেজে আপনার বিস্তারিত তথ্য দিতে হবে। সঙ্গে দিতে হবে একটি সিকিউরিটি কোড।

এখন আপনি ‌যদি আপনার ইমেল আইডি জানতে চান তা হলে আপনাকে দিতে হবে আপনার ১২ সংখ্যার আধার নম্বর ও মোবাইল নম্বর এবং একটি সিকিউরিটি কোড। ওকে করলেই একটি ওটিপি আসবে। ওই ওটিপি পাতার ডানদিকের একটি জায়গায় দিলেই আপনার ইমেল আইডি পেয়ে ‌যাবেন। একইভাবে আপনার মোবাইল নম্বর জানতে চাইলে একইভাবে এগোতে হবে।

.